মানবসম্পদবিকাশমন্ত্রক

ভবিষ্যতের জন্য মানবসম্পদ সৃষ্টি করতে সরকার শিক্ষা জগৎ ও দক্ষতা বিকাশের মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে – কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী

Posted On: 12 AUG 2021 1:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২১

সিআইআই আয়োজিত বিশেষ ভার্চ্যুয়াল পূর্ণাঙ্গ অধিবেশনে ‘কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পোদ্যোগ – ভবিষ্যতের কর্মসংস্থান সৃষ্টির পথে একধাপ’ শীর্ষক এক আলোচনাচক্রে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনীতির দ্রুত বিকাশ হচ্ছে এবং ভারতের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে দক্ষতা বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের যুবসম্প্রদায়কে একবিংশ শতাব্দীর দক্ষতার চাহিদা অনুযায়ী গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২০-র জাতীয় শিক্ষা নীতি তারই অঙ্গ। সরকার ভবিষ্যতের জন্য মানবসম্পদ সৃষ্টি করতে শিক্ষা জগৎ ও দক্ষতা বিকাশের মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। নতুন জাতীয় শিক্ষা নীতি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাবে। এর ফলশ্রুতিতে অর্থনীতির বিকাশ নিশ্চিত হবে।
মন্ত্রী জানান, মহামারীর ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও দক্ষতা বিকাশ কেন্দ্রগুলি প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু, সরকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে ডিজিটাল পদ্ধতিকে যুক্ত করেছে। অদূর ভবিষ্যতে দেশের প্রতিটি গ্রামে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। বিপুল পরিমাণ ডিজিটাল ব্যবস্থার ফলে শিক্ষা, দক্ষতা ও শিল্পোদ্যোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। শ্রী প্রধান সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন, যে কাজে প্রযুক্তি অন্যতম উপাদান হয়ে উঠবে। এর জন্য আমাদের শিক্ষকদের নতুনভাবে দক্ষ হয়ে উঠতে হবে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, আজাদি কা অমৃত মহোৎসবে আমরা আমাদের যুবসম্প্রদায়কে ভবিষ্যতের জন্য তৈরি করবো, যাতে দেশ আত্মনির্ভর ভারত অভিযানে সফল হয়। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে ভারতের দ্রুত আর্থিক বিকাশ হবে এবং দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে চালিকাশক্তিতে পরিণত হবে। মন্ত্রী শিল্প সংস্থাগুলিকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিসিএম শ্রীরাম লিমিটেডের কর্ণধার শ্রী অজয় শ্রীরাম, সিআইআই-এর মহানির্দেশক শ্রী চিরঞ্জিৎ বন্দ্যোপাধ্যায়, প্রথম এডুকেশন ফাউন্ডেশনের ডঃ গায়েত্রী বাসুদেবন সহ শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।     

CG/CB/SB



(Release ID: 1745225) Visitor Counter : 140