প্রতিরক্ষামন্ত্রক
রাশিয়াতে আয়োজিত আন্তর্জাতিক সেনা ক্রীড়া প্রতিযোগিতা-২০২১এ ভারতীয় সেনাবাহিনীর একটি দল অংশ নেবে
Posted On:
09 AUG 2021 9:56AM by PIB Kolkata
নতুন দিল্লি,৯ আগস্ট, ২০২১
রাশিয়াতে আগামী ২২ আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সেনা ক্রীড়া প্রতিযোগিতা - ২০২১ এর আয়োজন করা হয়েছে।এই প্রতিযোগিতায় ভারতীয় সেনাবাহিনীর ১০১ সদস্যদের একটি দল অংশ নেবে।এই দলটি আর্মি স্কাউট মাস্টার্স প্রতিযোগিতা(এএসএমসি), এলব্রাস রিং, পোলার স্টার, স্নাইপার ফ্রন্টিয়ার,উচ্চ পার্বত্য এলাকায় সেফ রুট গেমসে বিভিন্ন মহড়া প্রদর্শন, তুষারাবৃত অঞ্চলে উদ্ধারকাজ, স্নাইপার অ্যাকশন এবং প্রতিবন্ধকতাপূর্ণ জায়গায় যুদ্ধক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং দক্ষতা প্রদর্শন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে।এমনকি ওপেন ওয়াটার এবং ফ্যালকন হান্টিং গেমসের জন্য দুটি পর্যবেক্ষক দল পাঠাবে,তারা অস্থায়ী বা ভাসমান সেতু নির্মাণ এবং ইউএভি ক্রু দক্ষতা প্রদর্শন করবে।
ত্রিস্তরীয় পর্যবেক্ষণের পর সেনাবাহিনীর বিভিন্ন শাখা থেকে সেরা ভারতীয় দল নির্বাচিত করা হয়েছে।এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পেশাদারিত্বেরই প্রতিফলন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলির সর্বোত্তম অনুশীলনের উপর ভিত্তি করে সামরিক সহযোগিতাও বৃদ্ধি পায়।এর আগে জয়সলমীরে আর্মি স্কাউটস মাস্টার প্রতিযোগিতা২০১৯ এ অংশগ্রহণকারী আটটি দেশের মধ্যে ভারত প্রথম স্থানে ছিল।
CG/SS
(Release ID: 1744079)
Visitor Counter : 191