যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু আজ মাননীয় চমন লালের নামে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন

Posted On: 07 AUG 2021 4:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ আগস্ট, ২০২১

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আজ নতুন দিল্লির মৌলানা আজাদ রোডে সরদার বল্লভ ভাই প্যাটেল কনফারেন্স হলে 'মাননীয় চমন লাল'- এর নামে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এই স্মারক ডাকটিকিটের মাধ্যমে প্রখ্যাত সমাজকর্মী এবং সংঘ প্রচারক মাননীয় চমন লালের জীবন ও কর্মধারা তুলে ধরা হয়েছে।
মাননীয় চমন লাল ১৯২০ সালের ২৫ মার্চ শিয়ালকোটে, বর্তমানে যা পাকিস্তানের মধ্যে পড়েছে, জন্মগ্রহণ করেন। যুব বয়স থেকেই তিনি জনসাধারণের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন।
তিনি অনেক লাভজনক চাকরির সুযোগ পেয়েছিলেন। তবে তিনি একজন স্বর্ণপদকপ্রাপ্ত ছিলেন। যিনি দেশভাগের শিকার হওয়া মানুষের কল্যাণে তাদের চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর অধ্যাবসায়, আবেগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বিদেশে ভারতীয়দের সাহায্য করার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তৈরি করেছিলেন। এমনকি ভারতের পররাষ্ট্রনীতির বিভিন্ন কৌশলগত লক্ষ্য পূরণে সহায়তা করেছেন।
স্মারক ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেন, মাননীয় চমন লাল বলতে গেলে প্রকৃত অর্থে একজন ভারতীয় সাধু ছিলেন। যিনি শেয়ার এবং কেয়ার এই দর্শনের বিশ্বাস করতেন। তিনি তাঁর সমস্ত কাজে জাতিকে প্রথম এবং নিজেকে সবার শেষে রাখতেন। তিনি সংঘের জন্য একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলার স্বপ্ন দেখতেন। উপরাষ্ট্রপতি আরও বলেন যে, ডাকটিকিট আমাদের ইতিহাসের একটি নির্ভরযোগ্য তথ্য, বিশেষ করে পরবর্তী প্রজন্মের নাগরিকদের কাছে।
কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মাননীয় চমন লালের সঙ্গে ভারতীয় উত্তর পুরুষদের আধ্যাত্বিক সংযোগ ছিল। তাঁর জীবনধারা ছিল একেবারেই সাধারণ মানের। জামা কাপড় ধোয়ার পর তিনি তা এমনভাবে শুকোতেন যাতে ইস্ত্রি করার প্রয়োজন না হয়। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় ডাক বিভাগ " অপরিচিত বীর"দের চিহ্নিত করার যে প্রয়াস নিয়েছে সে জন্য তিনি ডাক বিভাগের প্রচেষ্টার প্রশংসা করেন।

CG/ SB

 


(Release ID: 1743675) Visitor Counter : 288