বস্ত্রমন্ত্রক

বস্ত্র মন্ত্রকের পক্ষ থেকে আগামী ৭ আগস্ট জাতীয় তাঁত দিবস উদযাপন করা হবে

प्रविष्टि तिथि: 06 AUG 2021 1:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ আগস্ট, ২০২১

বস্ত্র মন্ত্রকের পক্ষ থেকে ৭ আগস্ট জাতীয় তাঁত দিবস উদযাপন করা হবে। ওই দিন তন্তুজীবী সম্প্রদায়ভুক্ত দের সম্মাননা জ্ঞাপন করা হবে। এর পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে তাঁত শিল্পের অবদানের কথা তুলে ধরা হবে। এবছর মন্ত্রকের পক্ষ থেকে নতুন দিল্লির চাণক্য পুরীর কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় বস্ত্র, শিল্প ও বাণিজ্য, ক্রেতা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রী শ্রী পিয়ুষ গোয়েল। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও রেল প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জর্দশ উপস্থিত থাকবেন। বস্ত্র মন্ত্রকের সচিব শ্রী ইউ পি সিং অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
স্বাধীনতার ৭৫ তম বছরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক জাতি হিসেবে আমাদের সবাইকে ভারতীয় তাঁতের সামগ্রী কিনতে এবং এই শিল্পের সঙ্গে জড়িত হয়ে নিজেদের মান্যতা প্রদর্শন করার প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁত এমন একটি সেক্টর যেখানে ৭০ শতাংশ মহিলা যুক্ত রয়েছেন। ১৯০৫ সালের ৭ আগস্ট স্বদেশী আন্দোলনের স্মরণে ২০১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার এই দিনটি জাতীয় তাঁত দিবস হিসেবে উদযাপন করে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনটি তাঁত শিল্প গ্রাম গড়ে তোলা হয়েছে। এই তিনটি গ্রাম হচ্ছে- কেরালার কোভালাম, তিরুবানন্তপুরম। আসামের গোলাঘাটের মোপাড়া এবং শ্রীনগরে কানিহামা বুদগাম।
জাতীয় তাঁত দিবস উপলক্ষে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1743429) आगंतुक पटल : 354
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada