বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

জি-টোয়েন্টি ডিজিটাল মন্ত্রীদের বৈঠকে একটি শক্তিশালী ও ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে ডিজিটালাইজেশনের সুবিধার কথা ঘোষণা করা হয়েছে

Posted On: 06 AUG 2021 11:49AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ আগস্ট, ২০২১

 

জি-টোয়েন্টি ভুক্ত দেশ গুলির ডিজিটাল মন্ত্রীদের বৈঠকে একটি শক্তিশালী ও ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে ডিজিটালাইজেশনের সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। গত ৫ আগস্ট আয়োজক দেশ ইতালির ত্রিয়েস্তে ডিজিটাল মোডে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে ডিজিটাল অর্থনীতি এবং ডিজিটাল সরকারের স্তম্ভ গুলিতে সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে সম্মত হন। ভারতের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব দেশের ডিজিটাল ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরেন। বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর বৈঠকে উপস্থিত ছিলেন।

শ্রী বৈষ্ণব তাঁর বক্তব্যে ভারতে ২০১৫ সাল থেকে কিভাবে ডিজিটাল ব্যবস্থা কাজ করে চলেছে সে সম্পর্কে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি আধার এবং ডিবিটি-র কথা বলেন।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ১.২৯ বিলিয়ন ব্যবহারকারীকে ডিজিটাল পরিচয় পত্র হিসেবে আধার কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ৪৩০ মিলিয়ন গরিব মানুষের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সেই অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, ৯০০ মিলিয়ন নাগরিক সরকারের এক বা একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই ডিজিটাল ব্যবস্থা সাধারণ নাগরিকদের কেবল ক্ষমতায়নের সুযোগ দেয়নি, সেই সঙ্গে গত সাত বছরে ২৪ বিলিয়ন মার্কিন ডলার সঞ্চার হয়েছে‌।

দুই কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দরিদ্র ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নাগরিকদের জীবন বদলে দেওয়ার এই প্রযুক্তিগত মডেল সফলভাবে প্রয়োগ করেছে।

 

CG/SB



(Release ID: 1743406) Visitor Counter : 170