বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইলে আড়িপাতার অভিযোগ সম্পর্কিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণোর রাজ্যসভায় বিবৃতি

Posted On: 22 JUL 2021 4:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২১

 

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইলে আড়িপাতার অভিযোগ সম্পর্কিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণো আজ রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন। 

"মাননীয় চেয়ারম্যান মহোদয়-

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইলে আড়িপাতার বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আমি একটি বিবৃতি দিতে চাই।

গত ১৮ জুলাই একটি ওয়েব পোর্টালের মাধ্যমে চাঞ্চল্যকর একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদে বেশকিছু অভিযোগ নিয়ে আসা হয়েছে।

মাননীয় চেয়ারম্যান মহোদয়, সংসদে বাদল অধিবেশন শুরুর ঠিক একদিন আগে এই ধরনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটা কোন কাকতালীয় ঘটনা হতে পারেনা।

এর আগেও এই ধরনের অভিযোগ আনা হয়েছিল যে হোয়াটসঅ্যাপে পেগাসাস ব্যবহার করা হচ্ছে। যদিও সেই রিপোর্টের কোন ভিত্তি ছিল না। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দেয়নি।

গত ১৮ জুলাই সংবাদমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা ভারতীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস ছাড়া কিছু নয়।

আমি সংসদের মাননীয় সদস্যদের কাছে আবেদন করছি বিষয়টির সত্যতা নিয়ে পরীক্ষা করা।"

 

CG/ SB



(Release ID: 1737937) Visitor Counter : 233