প্রতিরক্ষামন্ত্রক

স্বাধীনতার ৭৫ বছর- আজাদি কা অমৃত মহোৎসব

Posted On: 14 JUL 2021 3:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ জুলাই, ২০২১

 

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস পোর্টাল এবং জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী   (এনসিসি) যৌথভাবে  সশস্ত্র ও অন্যান্য বাহিনীর 

দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি  শ্রদ্ধা জানাতে এক অনন্য পরিকল্পনা গ্রহণ  করেছে।  এর আওতায় , বীর যোদ্ধাদের মূর্তিগুলি পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেওয়া  হয়েছে। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী'র ক্যাডেটরা বক্তৃতা, কবিতা পাঠ- আবৃত্তি, নাটক / নৃত্য ইত্যাদির মাধ্যমে যুদ্ধের বীর এবং অন্যান্য জাতীয় ব্যক্তিত্বের অবদান ও নেতৃত্বের বৈশিষ্ট্য সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতার বার্তা  ছড়িয়ে দেওয়ার  উদ্যোগ নিয়েছেন। এ পর্যন্ত এনসিসি ক্যাডেটরা সাহসিকতার পুরস্কার জয়ী ৪৬ জনের  মূর্তি পরিচ্ছন্ন ও রক্ষাণাবেক্ষণের কাজ করেছেন।

এনসিসির এই দুর্দান্ত কর্মকাণ্ড বৃহত্তর অংশে ছড়িয়ে  দিতে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস পোর্টাল প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানগুলি সরাসরি ওয়েবকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এর পোর্টাল টি হল https://www.gallantryawards.gov.in/ ।

এর পাশাপাশি এনসিসি সদস্যরা স্বচ্ছ ভারতের প্রচারাভিযানেও সামিল হয়েছেন।

দৈনন্দিন  জীবনে 'স্বচ্ছতা’-র গুরুত্বের বার্তা ছড়িয়ে দিয়ে  সাধারণ মানুষকে স্থানীয় স্মৃতিসৌধ ও ঐতিহ্যের প্রতি যত্নশীল হতে  অনুপ্রাণিত করে তুলতে এনসিসি সদস্যরা বিশেষ উদ্যোগ নিয়েছেন। এতে তরুণদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলা সম্ভবপর হয়েছে।  

ভবিষ্যতের অনুষ্ঠান সম্পর্কিত তথ্যের জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস পোর্টালে লগ ইন করা যেতে পারে।   স্থানীয় এনসিসি ইউনিটে মূর্তি পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষ পরামর্শ জমা দিতে পারেন।  পরামর্শগুলি পোর্টালে পাঠানো যেতে পারে।

 

CG/SS



(Release ID: 1735689) Visitor Counter : 309