রাষ্ট্রপতিরসচিবালয়
প্রেস বিজ্ঞপ্তি
Posted On:
07 JUL 2021 7:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭জুলাই, ২০২১
প্রধানমন্ত্রী'র পরামর্শক্রমে রাষ্ট্রপতি যাদের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিয়োগ করেছেন, তারা হলেন-
পূর্ণ মন্ত্রী -
১) শ্রী নারায়ণ তাতু রানে
২) শ্রী সর্বানন্দ সোনোয়াল
৩) ডঃ বীরেন্দ্র কুমার
৪) শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
৫)শ্রী রামচন্দ্র প্রসাদ সিংহ
৬) শ্রী অশ্বিনী বৈষ্ণব
৭) শ্রী পশু পাতি কুমার পারস
৮) শ্রী কিরেন রিজিজু
৯) শ্রী রাজ কুমার সিংহ
১০) শ্রী হরদীপ সিং পুরী
১১)শ্রী মনসুখ মন্ডভিয়া
১২) শ্রী ভূপেন্দ্র যাদব
১৩) শ্রী পুরুষোত্তম রূপালা
১৪) শ্রী জি কিষাণ রেড্ডি
১৫) শ্রী অনুরাগ সিং ঠাকুর
প্রতিমন্ত্রী-
১. শ্রী পঙ্কজ চৌধুরী
২. শ্রীমতি অনুপ্রিয়া সিং প্যাটেল
৩.ডঃ সত্য পাল সিং বাঘেল
৪.শ্রী রাজীব চন্দ্রশেখর
৫. সুশ্রী শোভা করনদলাজে
৬. শ্রী ভানু প্রতাপ সিং বর্মা
৭. শ্রীমতি দর্শনা বিক্রম জারদোশ
৮. শ্রীমতি মীনাক্ষী লেখি
৯. শ্রীমতি অন্নপূর্ণা দেবী
১০. শ্রী এ নারায়ণস্বামী
১১.শ্রী কৌশল কিশোর
১২. শ্রী অজয় ভট্ট
১৩. শ্রী বি এল বর্মা
১৪. শ্রী অজয় কুমার
১৫. শ্রী চৌহান দেবুসিন
১৬. শ্রী ভগবন্ত খুবা
১৭. শ্রী কপিল মোরেশ্বর পাটিল
১৮. সুশ্রী প্রতিমা ভৌমিক
১৯. ডাঃ সুভাষ সরকার
২০. ডাঃ ভগবত কিশানরাও করদ
২১. ডঃ রাজকুমার রঞ্জন সিং
২২. ডঃ ভারতী প্রবীন পাওয়ার
২৩. শ্রী বিশ্বেশ্বর টুডু
২৪. শ্রী শান্তনু ঠাকুর
২৫. ডাঃ মুঞ্জাপারা মহেন্দ্রভাই
২৬. শ্রী জন বার্লা
২৭. ডঃ এল মুরুগান
২৮. শ্রী নিশীথ প্রামাণিক
আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের উপরোক্ত সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির পাঠ বাক্য পাঠ করান
CG/SS
(Release ID: 1733528)
Visitor Counter : 302
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam