স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা আরও কমে হয়েছে ৮,২৬,৭৪০ জন; যা ৭১ দিনের মধ্যে সর্বনিম্ন

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭,২০৪ জন;
পর পর ৩৫ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি
আরোগ্য লাভের হার বেড়ে হয়েছে ৯৫.৯৩ শতাংশ
পর পর ১০ দিন দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের কম- আজ এই হার ৩.৪৮ শতাংশ

Posted On: 17 JUN 2021 10:31AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  জুন, ২০২১

 

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭,২০৮ জন। পর পর দশ দিন দেশে এই সংখ্যা ১ লক্ষের কম। কেন্দ্র এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ উদ্যোগে এই সাফল্য পাওয়া যাচ্ছে। ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। এই সংখ্যা আরও কমে হয়েছে  ৮,২৬,৭৪০ জন। ৭১ দিন পর  সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা এত কম হল।     

গত ২৪ ঘণ্টায় সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা  ৩৮,৬৯২ কমেছে। আজকের হিসেবে দেশে মোট সংক্রমিতের মাত্র  ২.৭৮ শতাংশ চিকিৎসাধীন।    

দেশে পর পর ৩৫ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ১,০৩,৫৭০ জন আরোগ্য লাভ করেছেন। এ পর্যন্ত মোট ২,৮৪,৯১,৬৭০ জন সুস্থ হয়ে ওঠেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৯৫.৯৩ শতাংশ।     

গত ২৪ ঘন্টায় দেশে ১৯,৩১,২৪৯ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত দেশে ৩৮,৫২,৩৮,২২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিকে যেমন নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে, অন্যদিকে সংক্রমণের হার নিম্নমুখী। আজ এই হার ৩.৪৮ শতাংশ। পর পর ১০ দিন এই হার  ৫ শতাংশের কম। সাপ্তাহিক সংক্রমণের হার ৩.৯৯ শতাংশ।        

দেশে এ পর্যন্ত ২৬,৫৫,১৯,২৫১ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৩৪,৬৩,৯৬১জনকে।

স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০০,৮৮,০৮১ জন টিকার প্রথম ডোজ এবং ৭০,১৭,৮৩৮ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন।

প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৬৯,৫৬,৫১৫ জন প্রথম ডোজ এবং ৮৯,৩৬,৭১১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪,৭৩,৪৩,৬০৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯,৬৯,০৮৫ জন। ৪৫-৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭,৭৯,২২,২২৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,২২,৯৬,৩৪৯ জন। যাঁদের বয়স ৬০এর ওপরে তাঁদের মধ্যে ৬,৩৫,৩৭,৬৫২ জন প্রথম ডোজ এবং ২,০৪,৫১,১৮৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।       

 

CG/CB/



(Release ID: 1727925) Visitor Counter : 171