শিল্পওবাণিজ্যমন্ত্রক

শ্রী পীযূষ গোয়েল হোয়াইট গুডস-এর ক্ষেত্রে পিএলআই প্রকল্প নিয়ে শিল্প সংস্থাগুলির সঙ্গে মতবিনিময় করেছেন

Posted On: 14 JUN 2021 5:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুন, ২০২১

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ এয়ার কন্ডিশনার এবং এলইডি-র মতো বৈদ্যুতিন উপকরণ যা ‘হোয়াইট গুডস’ নামে পরিচিত, সেই সমস্ত সামগ্রীতে উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা (পিএলআই) কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে শিল্প সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেছেন। উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি সম্পর্কে শিল্প সংস্থাগুলির কাছ থেকে মতামত জানতে আজকের এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হোয়াইট গুডস’-এর ক্ষেত্রে উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচির সুযোগ-সুবিধা আগামীকাল থেকে তিন মাস পর্যন্ত  নেওয়া যাবে।

উল্লেখ করা যেতে পারে, ২০২১-২২-এর সাধারণ বাজেটে ১৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পিএলআই কর্মসূচির জন্য ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার তহবিল সংস্থানের কথা ঘোষণা করা হয়। উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচির মাধ্যমে আগামী পাঁচ বছরে ন্যূনতম উৎপাদন মূল্য ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে মনে করা হচ্ছে। এমনকি, এই কর্মসূচির সুযোগ-সুবিধা গ্রহণের ফলে গত পাঁচ বছরে যে পরিমাণ সামগ্রী উৎপাদন হয়েছে তা আরও এক-চতুর্থাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরে এই কর্মসূচি কার্যকর করার ফলে ১ কোটি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। গত ১৬ এপ্রিল এয়ার কন্ডিশনার এবং এলইডি-র মতো বৈদ্যুতিন উপকরণের উৎপাদন বাড়াতে উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি কার্যকর করার কথা ঘোষণা করা হয়। দেশে এ ধরনের বৈদ্যুতিন উপকরণ উৎপাদনের জন্য গত ৪ জুন উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচির নীতি-নির্দেশিকা জারি করা হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৮-২৯ পর্যন্ত সময়ে এই কর্মসূচি রূপায়ণ খাতে ৬,২৩৮ কোটি টাকা খরচ করার পরিকল্পনা রয়েছে। এমনকি, পাঁচ বছর মেয়াদে এ ধরনের বৈদ্যুতিন উপকরণের ক্রমবর্ধমান বিক্রির ওপর ৪-৬ শতাংশ পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়া হবে।

শিল্প সংস্থার কর্ণধারদের সঙ্গে এই আলোচনায় শ্রী গোয়েল বলেন, জাতীয় স্তরে উৎপাদন ক্ষেত্রে চ্যাম্পিয়ন বা অগ্রণী সংস্থা গড়ে তুলতে এই কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, ভারতের অগ্রগতির কাহিনীতে উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি সুদূরপ্রসারী ভূমিকা নেবে। এমনকি, এই কর্মসূচি বৈদ্যুতিন সামগ্রীর গুণমান, কর্মদক্ষতা, প্রযুক্তি এবং সর্বোপরি ব্যয়সাশ্রয়ী প্রতিযোগিতার অনুকূল পরিস্থিতি  তৈরীতে সাহায্য করবে। ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই এই কর্মসূচি কার্যকর করা হচ্ছে। উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচিটি ভারতীয় উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী ও সক্ষম হয়ে উঠতে সাহায্য করবে। শ্রী গোয়েল আরও বলেন, উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচির আওতায় যোগ্য শিল্প সংস্থাগুলি চিহ্নিতকরণে স্বচ্ছতা মেনে চলা হবে এবং সময়সীমার মধ্যে এই কর্মসূচির রূপায়ণে অগ্রাধিকার দেওয়া হবে।

 

CG/BD/DM/


(Release ID: 1727081) Visitor Counter : 147