স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

টিকাকরণ সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ

তামিলনাড়ুতে দোসরা জুন পর্যন্ত ১ কোটির বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে
রাজ্যের কাছে ৭.২৪ লক্ষ টিকার ডোজ এখনও রয়েছে
১৫-৩০ জুনের মধ্যে তামিলনাড়ুর জন্য কেন্দ্র ১৮.৩৬ লক্ষ টিকার ডোজ বিনামূল্যে সরবরাহ করবে
এছাড়াও জুন মাসে ১৮-৪৪ বছর বয়সীদের জন্য ১৬.৮৩ লক্ষ টিকার ডোজ তামিলনাড়ু সংগ্রহ করতে পারবে

Posted On: 03 JUN 2021 5:51PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩  জুন, ২০২১

 

কেন্দ্র সফল টিকাকরণ অভিযানের জন্য ১৬ই জানুয়ারি থেকে সম্পূর্ণ সরকারি উদ্যোগে টিকাকরণ অভিযান শুরু করেছে। রাজ্যগুলি যাতে প্রয়োজনীয় টিকা পায় তারজন্য কেন্দ্র টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। পয়লা মে থেকে রাজ্যগুলি সরাসরি টিকা সংগ্রহ করতে পারবে।

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা হয়েছে তামিলনাড়ুতে টিকার ঘাটতি দেখা দিয়েছে। এই তথ্যগুলি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

দোসরা জুন তামিলনাড়ুতে ১ কোটির বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৩ লক্ষ ৩০ হাজার ডোজ ব্যবহৃত হয়েছে। বর্তমানে রাজ্যের কাছে ৭ লক্ষ ২৪ হাজার টিকার ডোজ আছে। তামিলনাড়ুকে কেন্দ্রের থেকে বিনামূল্যে যে টিকা দেওয়া হচ্ছে তাতে পয়লা থেকে ১৫ জুনের মধ্যে ৭ লক্ষ ৪৮ হাজার টিকার ডোজ দেওয়া হবে। এছাড়াও ১৮ লক্ষ ৩৬ হাজার ডোজ ১৫-৩০ তারিখের মধ্যে পরবর্তীতে পাঠানো হবে।

কোভিডের টিকার উৎপাদন এবং রাজ্যগুলি কতটা সেই টিকা ব্যবহার করছে তার ওপর ভিত্তি করে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে টিকা দেওয়া হয়। ১৮-৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর তামিলনাড়ুকে জুন মাসের জন্য ১৬ লক্ষ ৮৩ হাজার টিকা দেওয়া হবে।

 

CG/CB /NS



(Release ID: 1724252) Visitor Counter : 181