বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কেন্দ্র দেশে ভ্যাকসিন উৎপাদন ত্বরান্বিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে

ভারত বায়োটেক-এর সাথে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে হফকিন বায়োফার্মা বছরে ২২.৮ কোটি ডোজ কোভ্যাকসিন উৎপাদন করবে

Posted On: 02 JUN 2021 11:10AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন, ২০২১

 

দেশের সমস্ত মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদন ত্বরান্বিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এজন্য তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আত্মনির্ভর ভারত-৩ মিশনে কোভিড সুরক্ষার আওতায় নিয়ে এসে জৈব প্রযুক্তি বিভাগ সহায়তা করে চলেছে।

এই তিনটি সংস্থা হচ্ছে-

১) হপকিন বায়ো ফার্মাসিটিক্যাল কর্পোরেশন লিমিটেড, মুম্বাই।

২) ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড, হায়দ্রাবাদ।

৩) ভারত ইমিউনোলজিক্যালস এন্ড বায়োলজিক্যালস লিমিটেড, বুলন্দশহর, উত্তরপ্রদেশ।

এরমধ্যে মহারাষ্ট্রের হপকিন বায়োফার্মা হায়দ্রাবাদের ভারত বায়োটেক লিমিটেডের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কো ভ্যাকসিন তৈরির জন্য প্রস্তুতি নিয়েছে। সংস্থাটির পারেল কমপ্লেক্সে এই ওষুধ প্রস্তুত করা হবে।

হফকিন বায়োফার্মার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সন্দীপ রাঠোর জানিয়েছেন, তাঁরা বছরে ২২.৮ কোটি ডোজ কোভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত। এজন্য তারা কেন্দ্রীয় সরকার থেকে ৬৫ কোটি টাকা এবং মহারাষ্ট্র সরকারের কাছ থেকে ৯৪ কোটি টাকা অনুদান পেয়েছেন। ভ্যাকসিন প্রস্তুত করার জন্য তারা ৮ মাস সময় নিয়েছেন বলে ডক্টর রাঠোর জানান।

জৈবপ্রযুক্তি বিভাগের সচিব এবং বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসটেন্স কাউন্সিলের চেয়ারপারসন ডক্টর স্বরুপ জানিয়েছেন যে, রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অগ্রসর হতে হচ্ছে। যা ভারতের বৃহত্তর টিকাদান অভিযানকে আরও ত্বরান্বিত করবে।

উল্লেখ্য, হফকিন বায়ো ফার্মাসিটিক্যাল কর্পোরেশন লিমিটেড ১২২ বছরের প্রাচীন একটি সংস্থা। শুধু তাই নয়, এটি দেশের প্রাচীনতম বায়োমেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। প্লেগ ভ্যাকসিনের আবিষ্কর্তা রুশ ব্যাকটেরিওলজিস্ট ডক্টর ওয়ার্ল্ডমার হফকিনের নামে সংস্থাটির নামকরণ করা হয়েছে।

 

CG/SB



(Release ID: 1723865) Visitor Counter : 284