শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
শ্রম মন্ত্রকের পক্ষ থেকে কোভিড-১৯-এ মৃত শ্রমিকদের পরিজনদের জন্য প্রধান সামাজিক সুরক্ষা ত্রাণের কথা ঘোষণা করা হয়েছে
Posted On:
30 MAY 2021 2:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মে, ২০২১
কোভিড-১৯ অতিমারিতে মৃত্যুর ঘটনায় শ্রমিকদের পরিবারের ভয় ও উদ্বেগ দূর করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর মাধ্যমে অতিরিক্ত সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে।
শ্রম মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগকর্তাকে কোন অতিরিক্ত ব্যয় ছাড়াই বর্ধিত এই সামাজিক সুরক্ষা শ্রমিকদের দেওয়ার কথা বলা হয়েছে।
এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন-এর অন্তর্ভুক্ত বীমা কারীর মৃত্যু হলে অথবা কাজ করতে গিয়ে দুর্ঘটনার কারণে অক্ষম হলে, তার দৈনিক মজুরির ৯০ শতাংশ হারে তার স্ত্রী অথবা বিধবা মা সারাজীবন পেনশন পায়। শিশুদের ক্ষেত্রে ২৫ বছর বয়স পর্যন্ত এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে তার বিবাহ না হওয়া পর্যন্ত এই সুযোগ পায়।
কোভিড-১৯- মৃত শ্রমিকদের পরিবারের সহায়তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা হচ্ছে,
এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন-এর অধীন বীমাকারী শ্রমিকদের পরিবার সংশ্লিষ্ট শ্রমিক করোনায় আক্রান্ত হলে কর্পোরেশনের অনলাইন পোর্টালে তা নিবন্ধ করতে হবে। এরপর সেই শ্রমিকের মৃত্যু হলে তিনি কর্মস্থলে যে আর্থিক সুবিধা ভোগ করতেন সেটাই তার পরিজনরা পাবেন।
এজন্য কয়েকটি যোগ্যতা পূরণ করা দরকার।
১) করোনা জনিত কারণে মৃত্যু হলে রোগ নির্ণয়ের আগে বীমাকারীকে অবশ্যই এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের অনলাইন পোর্টালে তিন মাস আগে নাম নথিভুক্ত থাকতে হবে।
২) বীমাকারীকে অবশ্যই কমপক্ষে ৭৮ দিন কাজের জন্য মজুরি পেতে হবে।
যারা যোগ্যতার শর্ত পূরণ করে এবং করোনা জনিত কারনে মারা গেছেন, তাদের পরিজনরা বীমাকৃত ব্যক্তির দৈনিক মজুরির ৯০ শতাংশ হারে মাসিক ভাতা পাওয়ার অধিকারী হবেন।
এই বিশেষ প্রকল্পটি ২৪-০৩-২০২০ থেকে দু'বছরের জন্য কার্যকর হবে।
নিহত শ্রমিক পরিবারের সদস্যদের সর্বোচ্চ দেয়ো টাকার পরিমান ছয় থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করা হয়েছে।
সরকারের এই কল্যাণমূলক পদক্ষেপ করোনা জনিত কারণে মারা যাওয়া শ্রমিকদের পরিবারকে সহায়তা প্রদান করবে। এমনকি এই অতিমারি জনিত সংকট থেকেও তাঁদের রক্ষা করবে বলে সরকার মনে করে। এই প্রকল্পের আওতায় বছরে ৫০ হাজার পরিবার অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
CG/SB
(Release ID: 1722993)
Visitor Counter : 307