অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

এনপিএনটি (উড়ান বর্হিভূত অঞ্চল)-এ দ্রোণ চালানোর জন্য ১৬৬টি অতিরিক্ত গ্রীণ জোনের অনুমোদন

Posted On: 29 MAY 2021 4:01PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯  মে, ২০২১

 

অসামরিক বিমান চলাচল মন্ত্রক দেশে আরও ভালোভাবে দ্রোণ পরিচালনার জন্য ১৬৬টি অতিরিক্ত গ্রীণ জোনে নো পারমিশন, নো টেকঅফ বা এনপিএনটি-র অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে মাটি থেকে ৪০০ ফুট ওপরে দ্রোণ ওড়ানো যাবে। এর আগে ৬৬টি গ্রীণ জোন অর্থাৎ দ্রোণ ওড়ানোর জায়গার অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন জায়গাগুলি এর অতিরিক্ত। ডিজিটাল স্কাই প্ল্যাটফর্ম থেকে দ্রোণ ওড়ানোর জায়গাগুলির তালিকা দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন :- 
https://digitalsky.dgca.gov.in

এনপিএনটি-র নিয়ম অনুযায়ী দূর সঞ্চারী উড়ুক্কু যানের জন্য ডিজিটাল স্কাই প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এর জন্য ব্যবহারকারীকে জাতীয় মানব বিহীন যান চলাচল ব্যবস্থাপনার আওতায় অনলাইন পোর্টালের মাধ্যমে নাম নিবন্ধীকরণ করতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে দ্রোণ চালানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময় রয়েছে। ১২ মার্চের আনম্যান্ডড এয়ারক্র্যাফ্ট সিস্টেম নীতি অনুযায়ী দ্রোণ ওড়ানোর ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের নিয়ম মেনে পুরো কাজটি করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন :-
https://www.civilaviation.gov.in/sites/default/files/MoCA-order-166-green-zone-sites_27-May-2021.pdf 

 

CG/CB/NS



(Release ID: 1722737) Visitor Counter : 227