ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় চলতি বছরের মে মাসে ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ১০০ শতাংশ খাদ্যশস্য সংগ্রহ করেছে
Posted On:
18 MAY 2021 4:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মে, ২০২১
করোনা সংক্রমণের জেরে আর্থিক বিপর্যয়ের কারণে দরিদ্র মানুষের সমস্যা মোকাবিলায় ভারত সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার কথা ঘোষণা করেছে।
এই যোজনার আওতায় ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল চলতি বছরে ১৭ মে পর্যন্ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এমসিআই)-এর গুদাম ঘর থেকে ৩১.৮০ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করেছে। লাক্ষাদ্বীপ চলতি বছরের মে ও জুন মাসে তার বরাদ্দকৃত পুরো খাদ্যশস্যই সংগ্রহ করেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, গোয়া, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কেরালা, লাদাখ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ত্রিপুরা এই ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল চলতি বছরের মে মাসে ১০০ শতাংশ খাদ্যশস্যই সংগ্রহ করেছে।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বরাদ্দকৃত খাদ্যশস্য সংগ্রহ করেছে ও তা বিনামূল্যে বিতরণ করেছে।
এই প্রকল্পের আওতায় প্রত্যেক ব্যক্তিকে মাথা পিছু ৫ কেজি অতিরিক্ত খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে। এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা বিধির আওতায় চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ৭৯.৩৯ কোটি সুবিধাভোগী উপকৃত হবেন।
ভারত সরকারের এই খাদ্যশস্য ক্রয়, আন্তঃরাজ্য পরিহবণ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ২৬ হাজার কোটি টাকা খরচ হবে। উল্লেখ্য, গত বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার প্রথম কিস্তি এবং জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দ্বিতীয় কিস্তির আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা বিধির অন্তর্গত সুবিধাভোগীদের জন্য ১০৪ লক্ষ মেট্রিক টন গম ও ২০১ লক্ষ মেট্রিক টন ধান অর্থাৎ মোট ৩০৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছিল ভারত সরকার।
CG/SS/SKD/
(Release ID: 1719698)
Visitor Counter : 218