স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান ১২-১৬ সপ্তাহ করার জন্য কোউইন ডিজিটাল পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হয়েছে
কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অনলাইনে যারা বুক করেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট বৈধ থাকবে ; কোউইন তা বাতিল করবেনা
সুবিধাভোগীদের কোভিশিল্ডে দ্বিতীয় ডোজের জন্য সময়ের ব্যবধান বাড়িয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট করার পরামর্শ দেওয়া হয়েছে
Posted On:
16 MAY 2021 6:11PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ মে, ২০২১
ডঃ এন কে আরোরা-র নেতৃত্বে কোভিড ওয়ার্কিং গ্রুপ কোভিশিল্ড টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করার সুপারিশ করেছে। কেন্দ্র ১৩ই মে এই সুপারিশ গ্রহণ করেছে।
কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই পরিবর্তনের কথা জানিয়েছে। পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোউইন ডিজিটাল পোর্টালেও প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হয়েছে।
কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যম জানিয়েছে যারা ৮৪ দিনের আগেই কোউইন পোর্টালে দ্বিতীয় ডোজ নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তাঁরা টিকাকরণ কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে গেলে তাঁদের তা দেওয়া হবে না , ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে স্পষ্ট করে জানানো হচ্ছে যে পরিবর্তনের প্রয়োজন তা ইতিমধ্যেই কোউইন ডিজিটাল পোর্টালে করা হয়েছে। ফলে অনলাইনে তা করা যাবেনা। যদি সুবিধাভোগীরা প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিনের আগেই দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করেন, তাহলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা যাবেনা। এছাড়াও দ্বিতীয় ডোজের জন্য যদি কেউ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করেন সেক্ষেত্রে কোউইন সেই অ্যাপয়েন্টমেন্ট বাতিল করবেনা। তবে সুবিধাভোগীকে পরামর্শ দেওয়া হবে তিনি যাতে প্রথম ডোজের ৮৪ দিন পরে দ্বিতীয় ডোজটি নেওয়ার জন্য নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করেন। কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তন ঘটানোর পরামর্শ দিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানিয়েছে তারা যেন তাদের ফিল্ড স্টাফদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো সুবিধাভোগী কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে গেলে তাঁকে যাতে ফেরত পাঠানো না হয় এবং যে পরিবর্তন ঘটানো হয়েছে সে বিষয়ে সচেতন করে তোলা হয়, নির্দেশে তারও উল্লেখ রয়েছে।
CG/CB /NS
(Release ID: 1719200)
Visitor Counter : 953