স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত ২ কোটির বেশি সংক্রমিত আরোগ্য লাভ করেছেন

গত ৪ দিনে তৃতীয়বার দৈনিক কোভিড মুক্তির হার নতুন করে সংক্রমিতের চাইতে বেশি
গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৫৬৩২-এ হ্রাস পেয়েছে
ভারতে এ পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষ টিকা পেয়েছেন
এ পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে ৩৯ লক্ষ নাগরিক টিকা পেয়েছেন
কেন্দ্র রাজ্যগুলিকে সম্পূর্ণ সরকারি উদ্যোগে দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক সাহায্য বন্টন করছে

Posted On: 14 MAY 2021 11:01AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪  মে, ২০২১

 

ভারতে এ পর্যন্ত মোট ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন সংক্রমিত আরোগ্য লাভ করেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৮৩.৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩,৪৪,৭৭৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ৪ দিনে তৃতীয়বার দৈনিক কোভিড মুক্তির হার নতুন করে সংক্রমিতের চাইতে বেশি। নতুন করে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের মধ্যে ৭১.১৬ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। আজ ভারতের মোট সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭,০৪,৮৯৩-এ- যা দেশে মোট সংক্রমিতের ১৫.৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা আরও ৫ হাজার ৬৩২-এ কমেছে। ১২টি রাজ্যে মোট সংক্রমিত চিকিৎসাধীনের ৭৯.৭ শতাংশ ঘটনা ঘটেছে।

কেন্দ্র সম্পূর্ণ সরকারি উদ্যোগে সারা পৃথিবী থেকে আসা ত্রাণ সামগ্রী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বন্টন করছে। এ পর্যন্ত সড়ক এবং আকাশপথে ৯২৯৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ১১,৮৩৫টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৬৪৩৯টি ভেন্টিলেটর/বাইপ্যাপ, ৪ লক্ষ ২২ হাজার রেমডেসিভির ভয়েল পাঠানো হয়েছে।

দেশজুড়ে কোভিড টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ১৭,৯২,৯৮,৫৮৪ জন টিকা পেয়েছেন। এরমধ্যে ৯৬,১৮,১২৭ জন স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ এবং ৬৬,০৪,৫৪৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের মধ্যে প্রথম ডোজ ১,৪৩,২২,৩৯০ জন এবং দ্বিতীয় ডোজ ৮১,১৬,১৫৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে ৩৯,২৬,৩৩৪ জন টিকা পেয়েছেন। যাঁদের বয়স ৪৫-৬০এর মধ্যে এরকম নাগরিকদের ৫,৬৬,০৯,৭৮৩ জন প্রথম ডোজ এবং ৮৫,৩৯,৭৬৩ জন দ্বিতীয় পেয়েছেন। ষাটোর্ধ নাগরিকদের মধ্যে ৫,৪২,৪২,৭৯২ জন প্রথম ডোজ এবং ১,৭৩,১৮,৬৯৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১০টি রাজ্যে মোট টিকার ৬৬.৭৫ শতাংশ দেওয়া হয়েছে।

টিকাকরণের ১১৮তম দিনে ২০,২৭,১৬২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ৩,৪৩,১৪৪ জন নতুন সংক্রমিত হয়েছেন। এঁদের মধ্যে ৭২.৩৭ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে নতুন করে ৪২,৫৮২ জন, কেরালায় ৩৯,৯৫৫ জন এবং কর্ণাটকে ৩৫,২৯৭ জন সংক্রমিত হয়েছেন।

দেশে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ১০টি রাজ্যে মোট মৃত্যুর ৭২.৭ শতাংশ ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে ৮৫০ জন ও কর্ণাটকে ৩৪৪ জন সংক্রমিতের মৃত্যু হয়েছে।

 

CG/CB/NS



(Release ID: 1718635) Visitor Counter : 160