প্রতিরক্ষামন্ত্রক

দ্বিতীয় কোভিড-১৯-এর ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে এমএনএস অফিসাররা সামনের সারিতে রয়েছেন

Posted On: 12 MAY 2021 2:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২১

 

মিলিটারি নার্সিং সার্ভিস (এমএনএস)-এর নার্সিং অফিসাররা দেশের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারিতে থেকে কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-১৯-এ সংক্রমিতদের চিকিৎসার কাজে এইসব আধিকারিকরাও যুক্ত আছেন। দিল্লি, লক্ষ্ণৌ, আমেদাবাদ, বারাণসী ও পাটনা শহরে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন বা ডিআরডিও-র যেসব হাসপাতালগুলি গড়ে উঠেছে সেখানে ২৯৪ জন এমএনএস অফিসার কাজ করছেন।

কোভিড-১৯ মহামারীর শুরুর দিন থেকেই এমএনএস-এর নার্সিং অফিসাররা সাহসের সঙ্গে সংক্রমিতদের সেবা করে চলেছেন। ‘অপারেশন নমস্তে’ ও ‘অপারেশন সমুদ্র সেতু’তে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমএনএস অফিসাররা যুদ্ধক্ষেত্রে, মানবিক সহায়তায়, ত্রাণ কাজে, অ্যাম্বুলেন্স ট্রেনে এবং হাসপাতাল, জাহাজ ও ডুবো-জাহাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর অগ্রবর্তী ঘাঁটি যেমন – লেহ, রাজৌরি, ডোডা, কার্গিল সহ ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করেন। এইসব আধিকারিকরা কঙ্গো, সুদান, লেবাননের মতো দেশে রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে কাজ করেছেন। এছাড়াও, তাজিকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রেও তাঁরা দায়িত্ব পালন করেছেন। জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বাঞ্চলের উপদ্রুত এলাকায় সেনাবাহিনীর সদস্যদের এইসব অফিসাররা সর্বাঙ্গীণভাবে সেবা-শুশ্রূষা করে থাকেন। তাঁদের প্রত্যুৎপন্নমতিত্ব ও সেবা করার মানসিকতার কারণে  ভারতীয় সেনাবাহিনীকে সুউচ্চ পাহাড়ে বা জনমানবহীন মরুভূমিতে যুদ্ধ করতে সাহায্য করে।

‘সেবিকারা ভবিষ্যৎ স্বাস্থ্য পরিষেবার জন্য নেতৃত্ব দেওয়ার কন্ঠ, ভবিষ্যৎদ্রষ্টা’ – ২০২১ সালের আন্তর্জাতিক সেবিকা দিবসের এই ভাবনা নিয়ে  এমএনএস-এর নার্সিং অফিসাররা এই ভাবনা নিয়ে মানুষের সেবা করে চলেছেন। প্রতি বছর ১২ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপিত হয়।

 

CG/CB/DM/



(Release ID: 1718149) Visitor Counter : 200