স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনার ভিন্ন ধরণ হিসাবে শ্রেণীভুক্ত B.1.617 – এর সঙ্গে ‘ভারতীয় ধরণ’এর কোনও শব্দ যুক্ত করে নি

Posted On: 12 MAY 2021 12:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২১

 

বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনার ভিন্ন ধরণ হিসাবে শ্রেণীভুক্ত  B.1.617কে বিশ্বের পক্ষে উদ্বেগজনক বলেছে। কিছু প্রতিবেদনে এই B.1.617 ধরণ করোনা সংক্রমণের ‘ভারতীয় ধরণ’ হিসাবে তুলে ধরা হয়েছে।

সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনের কোনও ভিত্তি নেই এবং সম্পূর্ণ ভুল। 

বাস্তবে হু’র পক্ষ থেকে প্রকাশিত ৩২ পাতার তথ্যে করোনার ভিন্ন ধরণ হিসাবে শ্রেণীভুক্ত B.1.617 – এর সঙ্গে 'ভারতীয় ধরণ' এর কোনও শব্দ  যুক্ত  করা হয়নি। 

 

CG/SS/SB


(Release ID: 1717992) Visitor Counter : 314