স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড ত্রাণ সহায়তা সংক্রান্ত সর্বশেষ তথ্য
Posted On:
10 MAY 2021 4:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মে, ২০২১
দেশে কোভিড-১৯ সংক্রমণে অপ্রত্যাশিত বৃদ্ধির প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার গত ২৭ এপ্রিল থেকে বিভিন্ন দেশ ও সংগঠনের কাছ থেকে কোভিড-১৯ ত্রাণ চিকিৎসা সহায়তা পেয়ে আসছে। সরকারের সার্বিক প্রয়াসের মাধ্যমে সুবিন্যস্ত ও সুপরিকল্পিত পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর আন্তর্জাতিক মহলের কাছ থেকে পাওয়া ত্রাণ সহায়তাগুলি দ্রুততার সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করছে। গত ২৭ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৮,৯০০টি অক্সিজেন কনসেনট্রেটর; ৫,০৪৩টি অক্সিজেন সিলিন্ডার; ১৮টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট; ৫,৬৯৮টি ভেন্টিলেটর; প্রায় ৩ লক্ষ ৪০ হাজার রেমডেজভির ভায়াল সরবরাহ করা হয়েছে। এই সমস্ত আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অবিলম্বে পৌঁছে দেওয়া ধারাবাহিক প্রক্রিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিয়মিত ভাবে সরবরাহ ও বন্টন প্রক্রিয়ার ওপর নজর রাখছে। এই লক্ষ্যে মন্ত্রকে একটি স্বতন্ত্র সমন্বয়কারী সেল গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এই সেল কাজ শুরু করেছে। এমনকি, স্বাস্থ্য মন্ত্রক গত ২ মে থেকে একটি আদর্শ কার্য পরিচালন বিধি প্রনয়ণ করে তা কার্যকর করেছে।
CG/BD/AS/
(Release ID: 1717508)
Visitor Counter : 214