প্রধানমন্ত্রীরদপ্তর

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী হিমন্ত বিশ্বশর্মা শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছন

प्रविष्टि तिथि: 10 MAY 2021 1:01PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ মে, ২০২১

 

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী হিমন্ত বিশ্বশর্মা শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“হিমন্ত বিশ্ব জী এবং অন্যান্য মন্ত্রীরা যারা আজ শপথ নিয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ। আমি নিশ্চিত যে এই দলটি আসামের উন্নয়ন যাত্রায় গতি আনবে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্খা পূরণ করবে।”

শ্রী সর্বানন্দ সোনওয়ালের অবদানের প্রশংসা করেন শ্রী মোদী। ট্যুইটে তিনি জানান :

“আমার মূল্যবান সহকর্মী সর্বানন্দ সোনওয়াল জী গত ৫ বছরে মানুষের সাহায্য এবং উন্নয়নের পক্ষে প্রশাসনিক নেতৃত্ব দিয়েছেন। আসামের অগ্রগতি এবং রাজ্যে দলকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম।”

 

CG/SS/SKD/

 


(रिलीज़ आईडी: 1717438) आगंतुक पटल : 315
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam