মানবসম্পদবিকাশমন্ত্রক

নাইট্রোজেন জেনারেটরকে অক্সিজেন জেনারেটরে রূপান্তরিত করে অক্সিজেনের অভাব দূর করার অভিনব পদ্ধতি আইআইটি বম্বে-এর

Posted On: 29 APR 2021 2:15PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৯ এপ্রিল, ২০২১

 

দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেনের ঘাটতি দূর করতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বম্বে এক অভিনব এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত পদ্ধতি আবিষ্কার করেছে। এই পদ্ধতি ইতিমধ্যেই পরীক্ষা করে দেখা হয়েছে। সফল এই পরীক্ষার ইতিবাচক পরিণাম মিলেছে। আইআইটি বম্বের এই প্রযুক্তি নাইট্রোজেন উৎপাদন ইউনিটকে প্রেসার সুইং অ্যাবজর্বশন বা পরিশোষণ পদ্ধতির মাধ্যমে অক্সিজেন ইউনিটে রূপান্তরিত করে। এই পদ্ধতির মাধ্যমে ৯৩-৯৬ শতাংশ পর্যন্ত খাঁটি অক্সিজেন উৎপাদন করা সম্ভব। গ্যাসীভূত এই অক্সিজেন কোভিড রোগীদের চিকিৎসার কাজে হাসপাতালগুলিতে ব্যবহার করা সম্ভব। 

অভিনব এই পদ্ধতি সম্পর্কে আইআইটি বম্বের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান অধ্যাপক মিলিন্দ আত্রে জানিয়েছেন বর্তমানে যে নাইট্রোজেন উৎপাদন ইউনিট রয়েছে সেখানে মলিকিউলার সিয়েভ বা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার বিয়োজন ঘটিয়ে কার্বন থেকে জিওলাইটের মাধ্যমে তরল অক্সিজেন উৎপাদন করা সম্ভব হয়েছে। এ ধরণের নাইট্রোজেন উৎপাদন ইউনিটগুলি বায়ুমন্ডল থেকে কাঁচামাল হিসেবে বায়ু সংগ্রহ করে। এরপর সেই বায়ু অক্সিজেন জেনারেটরের মাধ্যমে বিশুদ্ধ বাস্পীভূত বায়ুতে পরিণত করা হয়। আইআইটি বম্বে এবং মুম্বাইয়ের টাটা কনসালটিং ইঞ্জিনিয়ার অ্যান্ড স্প্যানটেক্ ইঞ্জিনিয়ার যৌথভাবে এই পদ্ধতি সফল পরীক্ষা চালিয়েছে। নাইট্রোজেন জেনারেটরকে অক্সিজেন জেনারেটরে রূপান্তরিত করার এই পদ্ধতি উদ্ভাবনের জন্য আইআইটি বম্বের অধিকর্তা অধ্যাপক সুভাশীষ চৌধুরী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। 

 

 

SC/BD/NS



(Release ID: 1716575) Visitor Counter : 263