অর্থমন্ত্রক

রাজ্যগুলিকে মূলধনী ব্যয়ের জন্য ভারত সরকার ১৫ হাজার কোটি টাকা প্রদান করবে

Posted On: 30 APR 2021 1:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২১

 

ভারত সরকারের অর্থ মন্ত্রক মূলধনী প্রকল্পে খরচের জন্য বিনা সুদে ৫০ বছরের ঋণ হিসেবে রাজ্যগুলিকে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে ব্যয় বরাদ্দ দপ্তর ২০২১-২২ অর্থবর্ষে ‘মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রকল্প’ বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, পরিকাঠামো ক্ষেত্রে ব্যয় এবং সরকারি খাতে উদ্যোগগুলির পুনর্নির্মাণে উৎসাহিত করে তুলতে রাজ্যগুলিকে যথাযথা সাহায্য করবে কেন্দ্র। 

মূলধনী ব্যয়ে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিশেষত দরিদ্র ও দক্ষ নাগরিকরা বহুগুণ উপকৃত হবেন। এতে অর্থনীতি শক্তিশালী হবে এবং আর্থিক বৃদ্ধির হার বাড়বে। তাই কেন্দ্রীয় সরকারের প্রতিকূল আর্থিক অবস্থা সত্বেও গতবছর ‘মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা প্রকল্প’ এবছরও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারগুলিকে বিনা সুদে ৫০ বছরের ঋণ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ২০২০-২১ অর্থবছরে এই প্রকল্পে ১২ হাজার কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়নি এবং রাজ্যগুলিকে ১১,৮৩০.২৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। অতিমারী বছরে এই আর্থিক সাহায্য রাজ্য স্তরে মূলধনী ব্যয় বজায় রেখেছিল। 

এই প্রকল্পে ইতিবাচক প্রতিক্রিয়া এবং রাজ্য সরকারগুলির অনুরোধের কথা বিবেচনা করে ভারত সরকার ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

২০২১-২২ অর্থবর্ষে মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা প্রকল্পের তিনটি পর্যায় রয়েছে :

প্রথম পর্যায় :

এই পর্যায়ে উত্তর-পূর্ব এবং পার্বত্য রাজ্যগুলির জন্য ২,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে আসাম, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড – প্রতিটি রাজ্য ৪০০ কোটি টাকা করে পাবে। বাকি রাজ্যগুলি ২০০ কোটি টাকা করে পাবে। 

দ্বিতীয় পর্যায় :

প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত নয় অথচ এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রয়েছে এমন রাজ্যগুলি মোট ৭ হাজার ৪০০ কোটি টাকা পাবে। ২০২১-২২ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের সিদ্ধান্ত অনুসারে রাজ্যগুলি যে পরিমাণে কেন্দ্রীয় কর দিয়ে থাকে, সেই সমপরিমাণ অর্থ তাদেরকে প্রদান করা হবে। 

তৃতীয় পর্যায় :

এই প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের আওতাধীন রাজ্যগুলিকে ৫ হাজার কোটি টাকা প্রদান করা হবে। রাজ্য সরকারের আওতাধীন সরকারি ক্ষেত্রে বিনিয়োগ, পরিকাঠামোগত কাজ পুনরায় শুরু এবং পর্যবেক্ষণের জন্য রাজ্যগুলিকে এই উদ্বৃত্ত অর্থ প্রদান করা হবে। ৫০ বছরের জন্য বিনা সুদে ঋণ হিসেবে এই অর্থ দেওয়া হবে। 

এই অর্থ নতুন প্রকল্পগুলির কাজে এবং জাতীয় পরিকাঠামোগত পাইপলাইন বাস্তবায়নের ক্ষেত্রে গতি আনবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে আর্থিক তহবিল প্রদান করেছে কারণ তারা যাতে এই অর্থ নতুন এবং চলতি মূলধনী প্রকল্পে খরচ করতে পারে ও এর থেকে দীর্ঘ মেয়াদী সুফল পেতে পারে। 

 

SC/SS/AS/


(Release ID: 1715138) Visitor Counter : 267