সারওরসায়নমন্ত্রক

ভারত ৪,৫০,০০০ ভায়াল রেমডেসিভির আমদানি করবে

প্রথম পর্যায়ে ৭৫,০০০ ভায়াল আজ দেশে পৌঁছবে

Posted On: 30 APR 2021 11:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২১

 

দেশে রেমডেসিভির ওষুধের ঘাটতি মেটাতে সরকার বিদেশ থেকে গুরুত্বপূর্ণ এই ওষুধটি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আজ প্রথম পর্যায়ে ৭৫,০০০ ভায়াল রেমডেসিভির ভারতে এসে পৌঁছেবে। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ মালিকানাধীন এইচএলএল লাইফকেয়ার সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মেসার্স জিলেড সায়েন্সেস সংস্থার কাছ থেকে রেমডেসিভির ওষুধের ৪ লক্ষ ৫০ হাজার ভায়াল আমদানি করার বরাত পেয়েছে। এছাড়াও, মিশরের সংস্থা মেসার্স ইভা ফার্মার কাছ থেকেও এই ওষুধ আমদানি করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাটি আগামী দু-একদিনের মধ্যে ৭৫ হাজার থেকে ১ লক্ষ ভায়াল এই ওষুধ সরবরাহ করবে বলে মনে করা হচ্ছে। আগামী ১৫ মে নাগাদ আরও ১ লক্ষ ভায়াল এ ধরনের ওষুধ আমদানি করা হবে। মিশরের সংস্থা ইভা ফার্মা প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার ভায়াল ওষুধ সরবরাহ করবে। এছাড়াও জুলাই পর্যন্ত প্রতি ১৫ দিনে ৫০ হাজার ভায়াল করে রেমডেসিভির ওষুধ সরবরাহের চুক্তি হয়েছে। 

এদিকে সরকার দেশে রেমডেসিভির ওষুধ উৎপাদন ক্ষমতা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে। সরকার গত ২৭ তারিখ পর্যন্ত সাতটি স্বীকৃত দেশীয় সংস্থাকে প্রতি মাসে ৩৮ লক্ষ ভায়াল এ ধরনের ওষুধ উৎপাদনের পরামর্শ দিয়েছে। ওষুধ উৎপাদক সংস্থাগুলি গত সাতদিনে (২১-২৮ এপ্রিল পর্যন্ত) দেশে ১৩ লক্ষ ৭৩ হাজার ভায়াল রেমডেসিভির ওষুধ সরবরাহ করেছে। বর্তমানে দৈনিক এ ধরনের ওষুধ সরবরাহের পরিমাণ গত ১১ এপ্রিলের ৬৭,৯০০ ভায়াল থেকে বেড়ে ২৮ এপ্রিল ২ লক্ষ ৯ হাজার ভায়ালে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই রেমডেসিভির ওষুধের সুষ্ঠু সরবরাহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে পরামর্শপত্র পাঠিয়েছে। দেশে রেমডেসিভির ওষুধের যোগান বাড়াতে সরকার এ জাতীয় ওষুধ রপ্তানি বন্ধ রেখেছে। রোগীদের মধ্যে ইঞ্জেকশনের যোগান সহজলভ্য করে তুলতে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কর্তৃপক্ষ এ ধরনের ইঞ্জেকশনের খুচরো মূল্য সংশোধন করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ ইঞ্জেকশনগুলির প্রতিটি ভায়ালের দাম কমে দাঁড়িয়েছে ৩,৫০০ টাকা। 

 

SC/BD/DM/

 


(Release ID: 1715135) Visitor Counter : 257