স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
তৃতীয় পর্যায়ের টিকাকরণ অভিযানে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২.৪৫ কোটিরও বেশি সুবিধাভোগী কো-উইন-এ নাম নথিভুক্ত করেছেন
Posted On:
30 APR 2021 11:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২১
তৃতীয় পর্যায়ের টিকাকরণ অভিযানে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২.৪৫ কোটিরও বেশি সুবিধাভোগী কো-উইন-এ নাম নথিভুক্ত করেছেন। গত ২৮শে এপ্রিল থেকে এই নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই ১.৩৭ কোটিরও বেশি সুবিধাভোগী নাম নথিভুক্তি করেন। গতকাল ১.০৪ কোটিরও বেশি সুবিধাভোগী নাম নথিভুক্ত করেছেন।
অন্যদিকে, আজ পর্যন্ত সারা দেশে ১৫.২২ কোটি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত ২২ লক্ষ ৪৩ হাজার ৯৭টি টিকাকরণ পর্বের মাধ্যমে মোট ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ টিকার ডোজ প্রদান করা হয়েছে। এরমধ্যে, ৯৩ লক্ষ ৮৬ হাজার ৯০৪ জন স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ এবং ৬১ লক্ষ ৯১ হাজার ১১৮ জন স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ১ কোটি ২৪ লক্ষ ১৯ হাজার ৯৬৫ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৬৭ লক্ষ ৭ হাজার ৮৬২ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ১৯ লক্ষ ১ হাজার ২১৮ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ১ কোটি ৪ লক্ষ ৪১ হাজার ৩৫৯ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৫ কোটি ১৭ লক্ষ ৭৮ হাজার ৮৪২ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ৩৪ লক্ষ ১৭ হাজার ৯১১ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
১০টি রাজ্যে টিকাকরণের হার ৬৭.০৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২১ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
টিকাকরণ অভিযানের ১০৪ তম দিনে ২২ লক্ষ ২৪ হাজার ৫৪৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২১ হাজার ৮১০টি টিকাকরণ পর্বের মাধ্যমে ১২ লক্ষ ৭৪ হাজার ৮০৩ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ৯ লক্ষ ৪৯ হাজার ৭৪৫ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা দৈনিক পরিসংখ্যানের নিরিখে সর্বোচ্চ।
দেশে করোনায় আরোগ্যের হার ৮১.৯৯ শতাংশ। এপর্যন্ত মোট ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন।
১০টি রাজ্যে আরোগ্যের হার ৭৬.৬১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান – এই ১০টি রাজ্যে সংক্রমণের হার ৭৩.০৫ শতাংশ।
মহারাষ্ট্রে একদিনে ৬৬ হাজার ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেরালায় একদিনে ৩৮ হাজার ৬০৭ জন এবং উত্তরপ্রদেশে ৩৫ হাজার ১০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮-এ পৌঁছেছে। এখন পজেটিভ কেসের হার ১৬.৯০ শতাংশ।
দেশে মৃত্যুর হার ১.১১ শতাংশ।
২৪ ঘন্টায় ৩,৪৯৮ জনের মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রে একদিনে ৭৭১ এবং দিল্লিতে ৩৯৫ জনের মৃত্যু হয়েছে।
দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, নাগাল্যাণ্ড, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ- এই চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর জেরে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্স (এনআইএমএইচএএনএস) অতিমারীর সময় মানসিক স্বাস্থ্যের বিষয়ে সমস্যা মোকাবিলায় এবং মানসিক সহায়তা প্রদানের জন্য একটি ২৪ ঘন্টার হেল্পলাইন (০৮০-৪৬১১০০০৭) নম্বর চালু করেছে।
SC/SS/AS/
(Release ID: 1715094)
Visitor Counter : 227
Read this release in:
Hindi
,
Punjabi
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam