প্রতিরক্ষামন্ত্রক

নৌ বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড থেকে ভারতীয় নৌ-চিকিৎসকদের একটি দল আমেদাবাদের পিএম কোভিড কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে

प्रविष्टि तिथि: 30 APR 2021 10:34AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২১

 

নৌ বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড থেকে ভারতীয় নৌ-চিকিৎসকদের একটি দল আমেদাবাদের পিএম কোভিড কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে কোভিড সঙ্কট মোকাবিলায় প্রশাসনিক সাহাযার্থে সশস্ত্রবাহিনী যে উদ্যোগ নিয়েছে, তারই অঙ্গ হিসেবে এই চিকিৎসক দল পাঠানো হয়েছে। ৫৭ জনের এই  দলে ৪ জন চিকিৎসক, ৭ জন নার্স, ২৬ জন চিকিৎসাকর্মী এবং ২০ জন সহকর্মী রয়েছেন। কোভিড সঙ্কট মোকাবিলায় আমেদাবাদে এই ‘পিএম কেয়ার্স কোভিড হাসপাতাল’ গড়ে তোলা হয়েছে। আগামী ২ মাসের জন্য এই চিকিৎসক দলটিকে সেখানে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে এই সময়সীমা বাড়ানো হবে। 

 

SC/SS/AS/


(रिलीज़ आईडी: 1715034) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu