শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ইএসআইসি হাসপাতালগুলিতে কোভিড – ১৯ ব্যবস্থাপনা সংক্রান্ত ড্যাশবোর্ড

Posted On: 29 APR 2021 5:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে এপ্রিল, ২০২১

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ ইএসআইসি, সামাজিক দায়িত্ব পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বর্তমান মহামারির সময়ে কোভিড সংক্রমিতদের জন্য় হাসপাতালে শয্যার প্রয়োজন। ইএসআই স্বাস্থ্য পরিষেবা মূলত এর সুবিধাভোগীদের জন্য বরাদ্দ রয়েছে। তবে, বর্তমান পরিস্থিতিতে দেশের কিছু কিছু ইএসআই হাসপাতাল কোভিড রোগীদের চিকিৎসা করছে। সংস্থার সাহসী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য কোভিড রোগীদের চিকিৎসা শুরু করেছেন।  
কোভিড রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, চাহিদার সঙ্গে বর্তমান পরিকাঠামোয় যে পার্থক্য দেখা যাচ্ছে, সেই সমস্যার নিরসনে ইএসআইসি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থার তথ্য সংযোগ প্রযুক্তির কর্মীরা দ্রুত একটি ড্যাশবোর্ড তৈরি করেছেন,  যেখানে ইএসআইসি –র হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার সুবিধা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। কোনো সংক্রমিত সুস্থ হলে তিনি যখন হাসপাতাল থেকে বাড়ি যান, তখন যে বেডে তিনি ছিলেন, সেই বেডটি ফাঁকা হওয়ার তথ্য সঙ্গে সঙ্গে জানা যেত না। নতুন ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাওয়ার ফলে সংক্রমিতদের চিকিৎসা পেতে সুবিধা হবে। ইএসআইসি হাসপাতালের কোভিড সুবিধাযুক্ত ব্যবস্থাপনা দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন -https://www.esic.in/Dashboard/CovidDashBoard.aspx
 

SDG/CB/SFS



(Release ID: 1714929) Visitor Counter : 164