ভারতের প্রতিযোগিতা কমিশন

সুপার মার্কেট গ্রোসারি সাপ্লাইজ প্রাইভেট লিমিটেড (এসজিএস) –এর মোট মূলধনের ৬৪.৩ শতাংশ শেয়ার এবং এজিএস –এর অধীনস্থ সংস্থা ইনোভেটিভ রিটেল কনসেপ্টস প্রাইভেট লিমিটেড –এর পুরো শেয়ার টাটা গোষ্ঠীর অধিগ্রহণের প্রস্তাব সিসিআই অনুমোদন করেছে

Posted On: 29 APR 2021 10:35AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে এপ্রিল, ২০২১

 

সুপার মার্কেট গ্রোসারি সাপ্লাইজ প্রাইভেট লিমিটেড (এসজিএস) –এর  ৬৪.৩ শতাংশ শেয়ার এবং এজিএস –এর অধীনস্থ সংস্থা ইনোভেটিভ রিটেল কনসেপ্টস প্রাইভেট লিমিটেড –এর পুরো অধিগ্রহণের যে প্রস্তাব টাটা ডিজিটাল লিমিটেড (টিডিএল) দিয়েছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) তা অনুমোদন করেছে।   
এসজিএস –এর মোট শেয়ারের ৬৪.৩ শতাংশ অধিগ্রহণ টিডিএল, এক বা একাধিক ধাপে করবে। এক্ষেত্রে ইনোভেটিভ রিটেল কনসেপ্টস প্রাইভেট লিমিটেড –এর অধীগ্রহণ দ্বিতীয় পর্যায়ে করা হবে। এর ফলে টিডিএল, এসজিএস –এর বেশিরভাগ শেয়ারই নিয়ন্ত্রণ করবে।  
টাটা সন্স প্রাইভেট লিমিটেড (টাটা সন্স) –এর নিয়ন্ত্রণাধীন সংস্থা টিডিএল, বিভিন্ন কোম্পানীকে প্রযুক্তিগত সহায়তা দেয়। টাটা সন্স গোষ্ঠী খাদ্য ও মুদিখানার দ্রব্য, ঘর গৃহস্থালীর নানা উপাদান এবং সৌন্দর্য্য চর্চার রকমারী সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত। এই সব পণ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক সংস্থা থেকে গ্রহকদের কাছে বিক্রির প্রক্রিয়ায় এই গোষ্ঠী জড়িত।  
ভারতের আইন অনুযায়ী এসজিএস, এদেশে নথিভুক্ত দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে অনলাইনে কেনা – বেচার কাজ করে। তাদের ব্যবসা মূলত business. bigbasket.com –এর মাধ্যমে হয়ে থাকে। ইনোভেটিভ রিটেল কনসেপ্টস প্রাইভেট লিমিটেড , ভারতীয় আইন অনুসারে এদেশে নথিভুক্ত আরেকটি সংস্থা। যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকের কাছে www.bigbasket.com ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে পণ্য সামগ্রী কেনা – বেচা করে।

  

SC/CB/SFS



(Release ID: 1714832) Visitor Counter : 168