স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে মোট টিকাকরণ ১২.৭১ কোটি ছাড়িয়েছে
গত ২৪ ঘণ্টায় ৩২ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
১০টি রাজ্যে নতুন করে আক্রান্তের হার ৭৮%; কেবল পাঁচটি রাজ্যেই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৬২%
জাতীয় স্তরে মৃত্যু হার আরও কমে ১.১৮%
Posted On:
20 APR 2021 11:50AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২১
বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে ভারতে আজ পর্যন্ত ১২ কোটি ৭১ লক্ষের বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ কোটি ৯৬ লক্ষ ৫৯ হাজার ১৮১টি প্রথম ডোজ এবং ১ কোটি ৭৪ লক্ষ ৬৯ হাজার ৯৩২টি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ৯১ লক্ষ ৭০ হাজার ৭১৭ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৫৭ লক্ষ ৬৭ হাজার ৬৫৭ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১৪ লক্ষ ৩২ হাজার ৭৩২ জন কর্মী প্রথম ডোজ এবং ৫৬ লক্ষ ৮৬ হাজার ৬০৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৬৬ লক্ষ ৮২ হাজার ৯৬৩ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪৭ লক্ষ ৪ হাজার ৬০১ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৪ কোটি ২৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ১৩ লক্ষ ১১ হাজার ৬৬ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৫৯.৩৩ শতাংশ দেওয়া হয়েছে আটটি রাজ্যে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৩২ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের ৯৪তম দিনে (১৯ এপ্রিল) ৩২ লক্ষ ৭৬ হাজার ৫৫৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ লক্ষ ৮৭ হাজার ৪১৯ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৯ লক্ষ ৮৯ হাজার ১৩৬ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
ভারতে দৈনিক ভিত্তিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার ঊর্ধ্বমুখী। এই প্রবণতা অব্যাহত থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ১৭০। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৭.৬৭ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৫৮ হাজার ৯২৪ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ২১১। অন্যদিকে দিল্লিতে একদিনেই আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৮৬ জন।
দেশে ২০টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যার রেখাচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৩১ হাজার ৯৭৭, যা দেশে মোট কোভিডে আক্রান্তের ১৩.২৬ শতাংশ। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬৪৮টি কমেছে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক ও কেরল – এই পাঁচটি রাজ্যে মোট আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৬২.০৭ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত সাতদিনের গড় হিসাব অনুযায়ী ক্রমাগত বেড়ে বর্তমানে হয়েছে ১৫.৯৯ শতাংশ।
দেশে আজ কোভিডে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার ৫৮২। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৫.৫৬ শতাংশ।
জাতীয় স্তরে কোভিডে মৃত্যু হার কমে বর্তমানে হয়েছে ১.১৮ শতাংশ। কোভিডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৮২.৭৪ শতাংশ। কেবল মহারাষ্ট্রে একদিনেই মারা গেছেন ৩৫১ জন। অন্যদিকে দিল্লিতে মৃত্যু হয়েছে ২৪০ জনের।
দেশে নয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – লাদাখ, ত্রিপুরা, সিকিম, মিজোরাম, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি।
CG/BD/DM/
(Release ID: 1712921)
Visitor Counter : 237
Read this release in:
Tamil
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam