স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে মোট টিকাকরণ ১১.৪৪ কোটি ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
১০টি রাজ্যে নতুন করে আক্রান্তের হার ৮১ শতাংশের বেশি
দেশে মোট সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের ৬৭.১৬ শতাংশই পাঁচটি রাজ্যে

Posted On: 15 APR 2021 12:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ এপ্রিল, ২০২১

 

দেশে আজ পর্যন্ত ১১ কোটি ৪৪ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ অভিযানে আরও গতি আনতে সারা দেশে ১১-১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব উদযাপিত হয়। বিশেষ এই টিকাকরণ অভিযানে সরকারি ও বেসরকারি ক্ষেত্র সক্রিয় ভাবে অংশগ্রহণ করে। টিকা উৎসবের সময় সারা দেশে টিকাগ্রহিতা যোগ্য ব্যক্তিদের ১ কোটি ২৮ লক্ষ ৯৮ হাজার ৩১৪টি বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। 

দেশে আজ সকাল ৭টা পর্যন্ত ১১ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার ২৩৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে, ৯০ লক্ষ ৬৪ হাজার ৫২৭ জন স্বাস্থ্যকর্মীকে প্রথম ডোজ এবং ৫৬ লক্ষ ৪ হাজার ১৯৭ জন কর্মীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ২ লক্ষ ১৩ হাজার ৫৬৩ জন কর্মীকে প্রথম ডোজ এবং ৫০ লক্ষ ৬৪ হাজার ৮৬২ জন কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ৩১ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২৭ লক্ষ ৪৭ হাজার ১৯ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৩ কোটি ৭৪ লক্ষ ৩০ হাজার ৭৮ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৮ লক্ষ ৯৭ হাজার ৯৬১ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে এখনও পর্যন্ত ৮টি রাজ্যে টিকাকরণের হার ৫৯.৭৬ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৩৩ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের ৮৯তম দিনে (১৪ এপ্রিল) ৩৩ লক্ষ ১৩ হাজার ৮৪৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৮ লক্ষ ৭৭ হাজার ৪৭৩ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪ লক্ষ ৩৬ হাজার ৩৭৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৭৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, গুজরাজ ও রাজস্থান সহ ১০টি রাজ্যে দৈনিক কোভিডে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। ১০টি রাজ্যে নতুন করে করোনায় আক্রান্তের হার ৮০.৭৬ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৫৮ হাজার ৯৫২ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৩৯। অন্যদিকে, দিল্লিতে একদিনেই আক্রান্ত ১৭ হাজার ২৮২ জন। 

দেশে ১৬টি রাজ্যে দৈনিক করোনায় আক্রান্তের রেখাচিত্র ঊর্ধ্বমুখী। এরফলে, সারা দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭। দেশে মোট করোনায় আক্রান্তের ১০.৪৬ শতাংশ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য গত ২৪ ঘন্টায় সারা দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ১৭৩টি কমেছে। 

দেশে ৫টি রাজ্যে – মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশে, কর্ণাটক এবং কেরালায় আক্রান্তের হার ৬৭.১৬ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৪৩.৫৪ শতাংশ।

দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৫৬৪। জাতীয় স্তরের সুস্থতার হার ৮৮.৩১ শতাংশ। এদিকে, দেশে গত ২৪ ঘন্টায় ৯৩ হাজার ৫২৮ জন সুস্থ হয়েছেন। 

দেশে গত ২৪ ঘন্টায় কোভিডে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮২.২৭ শতাংশ মারা গেছেন ১০টি রাজ্যে। মহারাষ্ট্রে সর্বাধিক ২৭৮ জনের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ে একদিনেই মারা গেছেন ১২০ জন। 

দেশে ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – ত্রিপুরা, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, লাক্ষ্মাদ্বীপ, অরুণাচলপ্রদেশ প্রভৃতি। 

 

CG/BD/AS/



(Release ID: 1712080) Visitor Counter : 221