স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড টিকা উৎসবে কোভিড টিকাকরণ কেন্দ্র এবং দৈনিক টিকাকরণের সংখ্যায় ক্রামগত বৃ্দ্ধি

টিকা উৎসবের সময় ১.২৮ কোটির বেশি টিকাকরণ

Posted On: 15 APR 2021 11:18AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ এপ্রিল, ২০২১

 

কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে অসুরক্ষিত শ্রেণীর মানুষের টিকাকরণের প্রচেষ্টায় লাগাতার অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী ১১-১৪ এপ্রিল পর্যন্ত চারদিন টিকা উৎসব পালনের আহ্বান জানিয়েছিলেন। এই উৎসবের অঙ্গ হিসেবে একাধিক কর্মক্ষেত্রে টিকাকরণ কেন্দ্র চালু হয়েছে। দৈনিক গড়ে ৪৫ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে, টিকা উৎসবের প্রথম দিন ২৭ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল টিকাকরণের প্রথম দিন ২৯ লক্ষ ৩৩ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন ৪০ লক্ষের বেশি টিকাকরণ করা হয়। টিকা উৎসবের তৃতীয় ও চতুর্থ দিন অর্থাৎ ১৩ ও ১৪ এপ্রিল যথাক্রমে ২৬ লক্ষ ৩৬ হাজার এবং ৩৩ লক্ষ ১৩ হাজারের বেশি টিকাকরণ হয়েছে। 

টিকা উৎসবের সময় দেশে মোট টিকাকরণের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯৮ হাজার ৩১৪। কেবল ৩টি রাজ্যে প্রতিটিতে ১ কোটির বেশি টিকাকরণ হয়েছে। মহারাষ্ট্রে ১ কোটি ১১ লক্ষের বেশি, রাজস্থানে ১ কোটি ২ লক্ষের বেশি ও উত্তরপ্রদেশে ১ কোটি ১৭ হাজারের বেশি টিকার ডোজ সুফলভোগীদের দেওয়া হয়েছে। 

 

CG/BD/AS/



(Release ID: 1712078) Visitor Counter : 177