কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ডিওপিটি-র পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেছেন

प्रविष्टि तिथि: 07 APR 2021 5:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় কর্মী, জন- অভিযোগ এবং পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ, ডিওপিটি-র পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেছেন। এই বৈঠকে বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বয়স ৪৫ বছরের ওপর, তাঁদের অবিলম্বে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সরকারি কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে ডক্টর জিতেন্দ্র সিং জানান, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কঠোরভাবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1710278) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Telugu , Urdu , English , Marathi , हिन्दी , Assamese , Kannada