প্রতিরক্ষামন্ত্রক

দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার জন্য ভারত সফরে কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 07 APR 2021 12:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২১

 

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লেঃজেঃ নুরলান ইয়ারমেকবায়েভ ৭-১০ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবেন। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী আজ যোধপুরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি জয়সালমের, নতুন দিল্লি ও আগ্রায় যাবেন। এদের সফরকালে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখার পূর্ব-নির্ধারিত কর্মসূচি রয়েছে। 
সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী আগামী ৯ তারিখ নতুন দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। লেঃজেঃ ইয়ারমেকবায়েভ সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে পুনরায় দায়িত্ব গ্রহণের পর এটিই হবে শ্রী রাজনাথ সিং-এর সঙ্গে তাঁর প্রথম বৈঠক। 
উল্লেখ করা যেতে পারে, গত বছর ৫ সেপ্টেম্বর মস্কোতে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পাশাপাশি, শ্রী সিং এবং লেঃজেঃ ইয়ারমেকবায়েভ বৈঠকে বসেছিলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর আমন্ত্রণে লেঃজেঃ ইয়ারমেকবায়েভ এদেশ সফরে আসছেন। 

CG/BD/SB

(Release ID: 1710167) Visitor Counter : 187