স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সারা দেশে ৫.৫ কোটিরও বেশি টিকাকরণ


দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড় ও গুজরাটে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে

Posted On: 26 MAR 2021 11:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ ২০২১
 
দেশে কোভিড টিকাকরণ অভিযানের আওতায় আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ৫ কোটি ৫৫ লক্ষ ৪ হাজার ৪৪০টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ লক্ষ ৩৪ হাজার ৫৪৭ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৫১ লক্ষ ৪ হাজার ৩৯৮ জন স্বাস্থ্য কর্মী টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৮৫ লক্ষ ৯৯ হাজার ৯৮১ জন কর্মী প্রথম ডোজ ও ৩৩ লক্ষ ৯৮ হাজার ৫৭০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, নির্দিষ্ট কয়েকটি উপসর্গবিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ৫৫ লক্ষ ৯৯ হাজার ৭২২ জন সুফলভোগী এবং ৬০ বছরের বেশি বয়সী ২ কোটি ৪৭ লক্ষ ৬৭ হাজার ১৭২ জন সুফলভোগী প্রথম ডোজ পেয়েছেন। 
 
দেশের ৮টি রাজ্যে কোভিড টিকাকরণের হার ৬০ শতাংশ। টিকাকরণ অভিযানের ৬৯তম দিনে (২৫ মার্চ) ২৩ লক্ষ ৫৮ হাজার ৭৩১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ২১ লক্ষ ৫৪ হাজার ৯৩৪ জন সুফলভোগী প্রথম ডোজ ও ২ লক্ষ ৩ হাজার ৭৯৭ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় ১০টি রাজ্যে টিকাকরণের হার প্রায় ৭০ শতাংশ। 
 
মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড় ও গুজরাটে দৈনিক আক্রান্তের ঘটনা বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৩৫ হাজার ৯৫২ জন। পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬১। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। দেশের ১০টি রাজ্যে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। 
 
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সর্বনিম্ন স্তরে পৌঁছনোর পর এখন তা বাড়ছে। আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১২১ হাজার ৬৬। তবে, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৭৪টি কমেছে। মহারাষ্ট্র, কেরল ও পাঞ্জাব – এই তিনটি রাজ্যে আক্রান্তের হার ৭৩.৬৪ শতাংশ। 
 
দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লক্ষ ৬৪ হাজার ৬৩৭। জাতীয় স্তরে সুস্থতার হার ৯৫.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৭ জন। 
 
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬টি রাজ্যে মৃত্যু হার ৭৮.৬ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই মারা গেছেন ১১১ জন এবং পাঞ্জাবে মৃত্যু হয়েছে ৪৩ জনের। 
 
দেশের ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – রাজস্থান, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, ওডিশা, লাক্ষাদ্বীপ, সিকিম, লাদাখ, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি। 
 
***
 
 
 
 
CG/BD/SB


(Release ID: 1707765) Visitor Counter : 190