প্রধানমন্ত্রীরদপ্তর

নওরোজ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 20 MAR 2021 1:16PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০শে মার্চ, ২০২১
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র  মোদী নওরোজ উপলক্ষ্যে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ নওরোজ মুবারক ! সকলের জন্য আনন্দে পরিপূর্ণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় একটি বছর কামনা করি। “

***

 

 

CG/CB


(Release ID: 1706264) Visitor Counter : 128