স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত একাধিক সাফল্য অর্জন করেছে
দেশে ৩.২৯ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
গতকাল একদিনেই সর্বাধিক ৩০ লক্ষেরও বেশি টিকাকরণ
কেবল ১৫ দিনেই ৬০ বছরের উর্দ্ধে ১ কোটিরও বেশি সুফলভোগীর টিকাকরণ
प्रविष्टि तिथि:
16 MAR 2021 11:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ ২০২১
কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সমবেত লড়াইয়ে ভারত আজ আরও একটি সাফল্য অর্জন করেছে। এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসাবে দেশে টিকাকরণের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ছাড়িয়েছে। কেবল গতকালই এ যাবৎ সর্বাধিক ৩০ লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। এমনকি, শুধুমাত্র ১৫ দিনেই ৬০ বছরের উর্দ্ধে ১ কোটিরও বেশি সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৪৩২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৪ লক্ষ ৪৬ হাজার ৯৩৮ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ এবং ৪৪ লক্ষ ৫৮ হাজার ৬১৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৭৪ লক্ষ ৭৪ হাজার ৪০৬ জন কর্মী প্রথম ডোজ এবং ১৪ লক্ষ ৯ হাজার ৩৩২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, একাধিক উপসর্গবিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ১৮ লক্ষ ৮৮ হাজার ৭২২ জন সুফলভোগী এবং ৬০ বছরের বেশি বয়সী ১ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৩৬৮ জন সুফলভোগীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
দেশ জুড়ে টিকাকরণ অভিযানের ৫৯তম দিনে (১৫ মার্চ) ৩০ লক্ষ ৩৯ হাজার ৩৯৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ লক্ষ ২৭ হাজার ৯৯ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪ লক্ষ ১২ হাজার ২৯৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাডুতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই ৫টি রাজ্যে আক্রান্তের হার ৭৯.৭৩ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ১৫ হাজার ৫১ জন আক্রান্ত হয়েছেন। পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮১৮ এবং কেরলে আক্রান্ত ১ হাজার ৫৪ জন।
৮টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এই রাজ্যগুলি হ’ল – মহারাষ্ট্র, তামিলনাডু, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটক ও হরিয়ানা। অবশ্য, কেরলে গত এক মাস যাবৎ আক্রান্তের হারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৪৩২, যা মোট আক্রান্তের কেবল ১.৯৬ শতাংশ। মহারাষ্ট্র, কেরল ও পাঞ্জাবে সম্মিলিতভাবে সুস্পষ্টভাবে আক্রান্তের হার ৭৬.৫৭ শতাংশ।
দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার ৭৬৩। জাতীয় স্তরে আক্রান্তের হার বর্তমানে ৫ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭টি রাজ্যেই মৃত্যু হার ৮২.৪৪ শতাংশ। কেবল মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৮ জনের। পাঞ্জাবে মারা গেছেন ২৭ জন এবং কেরলে ১১ জনের মৃত্যু হয়েছে।
দেশে ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – রাজস্থান, চন্ডীগড়, জম্মু ও কাশ্মীর, ওডিশা, ঝাড়খন্ড, লাক্ষাদ্বীপ, সিকিম, লাদাখ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা প্রভৃতি।
***
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1705083)
आगंतुक पटल : 226