সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

শ্রী থাওয়ারচাঁদ গেহলট আগামীকাল ‘সুগম্য ভারত অ্যাপ’ ও ‘অ্যাকসেস – দ্য ফটো ডাইজেস্ট’ হ্যান্ডবুক – এর ভার্চ্যুয়ালি সূচনা করবেন

Posted On: 01 MAR 2021 12:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মার্চ, ২০২১

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী থাওয়ারচাঁদ গেহলট আগামী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সুগম্য ভারত অ্যাপ’ ও ‘অ্যাকসেস – দ্য ফটো ডাইজেস্ট’ হ্যান্ডবুকটির সূচনা করবেন। মন্ত্রকের অধীনস্ত ভিন্নভাবে সক্ষম ক্ষমতায়ন দপ্তর এই অ্যাপ ও হ্যান্ডবুক তৈরি করেছে। আগামীকাল বেলা ১১টার সময় এই অনুষ্ঠানটি https://webcast.nic.in/msje/ - এর মাধ্যমে ওয়েবকাস্ট করা হবে। এরপর, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। তবে, আইওএস – এর সংস্করণটি ১৫ মার্চের পর পাওয়া যাবে। 


এমন একটি পরিবেশ দেশ জুড়ে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা সহজেই যাতায়াত করতে পারবেন এবং এই ব্যবস্থাটি তথ্য যোগাযোগ প্রযুক্তি-নির্ভর হবে। সুগম্য অ্যাপ – এর মাধ্যমে ভিন্নভাবে সক্ষমদের এই সুবিধা করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, কোভিড সংক্রান্ত বিভিন্ন তথ্য এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। হিন্দি, ইংরাজি, মারাঠি, তামিল, ওডিয়া, কন্নড়, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবী ও মালায়লি – এই ১০টি ভাষায় এই অ্যাপ পাওয়া যাবে। 


ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ন দপ্তর অ্যাকসেস – দ্য ফটো ডাইজেস্ট হ্যান্ডবুকটি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ছবি সম্বলিত। এর মাধ্যমে ভালোমন্দ অভ্যাস এবং ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ছবির মাধ্যমে ধারণা দেওয়া হবে। এই হ্যান্ডবুকটি অ্যাপ ও দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

***

 


CG/CB/SB



(Release ID: 1701824) Visitor Counter : 178