রাষ্ট্রপতিরসচিবালয়

এটা খুবই গৌরবের বিষয় যে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াঙ্গন যেখানে ১.৩২ লক্ষ দর্শক বসার ব্যবস্থা রয়েছে: রাষ্ট্রপতি কোবিন্দ


রাষ্ট্রপতি আজ আমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ক্রীড়াক্ষেত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

Posted On: 24 FEB 2021 2:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ বলেছেন, এটা খুবই গৌরবের বিষয় যে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াঙ্গন যেখানে ১.৩২ লক্ষ দর্শক বসার ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রপতি আজ আমেদাবাদে এই স্টেডিয়ামের উদ্বোধন এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ক্রীড়াক্ষেত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এই স্টেডিয়াম বিশ্বের মধ্যে কেবল সর্ববৃহৎ নয়, সমস্ত ধরনের খেলাধুলার আন্তর্জাতিক মানের সুযোগ এখানে রয়েছে। তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত আধিকারিক ও সংশ্লিষ্ট কর্মী ও অন্যান্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।
 
রাষ্ট্রপতি এই স্টেডিয়ামের বৈশিষ্ট্যগুলির প্রশংসা করে বলেন যে, সবুজ পরিবেশ বান্ধব ভবন এই স্টেডিয়ামের একটি বিশেষ গৌরব। এই স্টেডিয়াম নতুন ভারতের আকাঙ্ক্ষা এবং সক্ষমতা প্রদর্শন করে যা বিশ্বমঞ্চে ভারতের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে। তিনি বলেন, ভারত ক্রিকেটে যে একচেটিয়া আধিপত্য অর্জন করেছে তা এই অবস্থানকে আরও সুদৃঢ় করে। আমাদের দেশ কেবল খেলাধুলার ক্ষেত্রে নয়, উন্নয়নের ক্ষেত্রেও উচ্চতর অবস্থানের ক্ষমতা অর্জন করেছে।
 
রাষ্ট্রপতি বলেন, ভারতকে ' ক্রিকেটের পাওয়ার হাউস অথবা ক্রিকেটের হাব' বলা হয়। এই কথার সঙ্গে এটাই উপযোগী যে, দেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আমাদের দেশেই রয়েছে। তিনি এই স্টেডিয়াম নির্মাণের সূচনায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, মূলত তাঁর প্রচেষ্টা এবং তত্ত্বাবধানে এই স্টেডিয়ামটি হয়েছে। এর পাশাপাশি তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তদানিন্তন চেয়ারম্যান বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও উল্লেখ করেন।
 
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম থেকে উদীয়মান ক্রিকেটাররা উঠে আসছে। তাঁদের প্রতিভার কথা অস্বীকার করার উপায় নেই। আমাদের দেশের যুব প্রজন্মের আন্তর্জাতিক মানের খেলাধুলার প্রতি দক্ষতা রয়েছে।
 
খেলাধুলার মানোন্নয়নের ক্ষেত্রে দক্ষতা রয়েছে এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন যে, প্রত্যন্ত গ্রামে বাস করে এমন অনেক যুবক রয়েছে যাদের খেলাধুলার ক্ষেত্রে দক্ষতা থাকলেও তা প্রকাশ করতে পারে না। তিনি বলেন, শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন খেলাধুলার উন্নয়নে সবিশেষ গুরুত্ব দিয়েছিলেন। খেলাধুলার অগ্রগতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। 'খেলো ইন্ডিয়া' বা 'ফিট ইন্ডিয়া'-র মতো অভিযানগুলি সুস্বাস্থ্য এবং ক্রীড়াক্ষেত্রে উৎসাহ যোগাতে সাহায্য করেছে।
 
আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষত," টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম"- এ ভারতের খেলোয়াড়দের সপ্রশংস উপস্থিতি দেশের ক্রীড়াক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1700618) Visitor Counter : 139