ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

সরকার, এবছর খাদ্যে ভর্তুকি বাবদ ১২৫২১৭.৬২ কোটি টাকা দিয়েছে এবং এই অর্থবর্ষে ২৯৭১৯৬.৫২ কোটি টাকা আরো দেওয়া হবে। কৃষকরা এর ফলে উপকৃত হবেন

प्रविष्टि तिथि: 19 FEB 2021 2:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ই ফেব্রুয়ারী, ২০২১

 

সরকার, এবছর খাদ্য় ভর্তুকির জন্য ১২৫২১৭.৬২ কোটি টাকা দিয়েছে এবং এই অর্থবর্ষে আরো ২৯৭১৯৬.৫২ কোটি টাকা দেবে। এর মধ্যে  পাঞ্জাবে ১১৬৬৫৩.৯৬ কোটি টাকা দেওয়া হবে। হরিয়ানা্র কৃষকরা  মোট ২৪৮৪১.৫৬ কোটি টাকা পাবেন।  

কৃষক, আর্থিয়া, কৃষি বাজার ইত্যাদি সকলেই বৈদ্যুতিন প্রক্রিয়ায় অনলাইনের মাধ্যমে এই টাকা পেয়ে থাকেন। এর ফলে স্বচ্ছতা এবং সকলে যাতে ঠিকভাবে টাকা পান, সেটি নিশ্চিত হয়। বর্তমানে কৃষি পণ্য বাজারজাত কমিটির (এপিএমসি) যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা অব্যাহত থাকবে। দেশজুড়ে বৈদ্যুতিন প্রক্রিয়ায় ফসলের ন্যূনতম সহায়কমূল্য দেওয়া হয়। পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকরা যাতে এই একই সুযোগ পান, সেবিষয়টিকে নিশ্চিত করা হয়।  

পিএম কিষাণ যোজনার মাধ্যমে কৃষকদের অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।  

***

 

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1699531) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil , Malayalam