স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ডাক্তার হর্ষবর্ধন তৃতীয় ভারত পর্যটন বাজারে'র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন

Posted On: 18 FEB 2021 1:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ভারত পর্যটন বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া ট্যুরিজম এন্ড হসপিটালিটি এই বাজারের আয়োজক।
 
ডাক্তার হর্ষবর্ধন তাঁর ভাষণে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের ৬০টি দেশের ২৫০ জন অতিথি ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নিয়েছেন। তিনি বলেন এই পর্যটন বাজার এমনই একটা সময় হচ্ছে যখন সারাবিশ্বে কোভিড জনিত অতিমারি পরিস্থিতির কালো মেঘ আকাশ ছেয়ে ফেলেছিল। যদিও বর্তমানে সারা বিশ্বের দেশগুলি স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি অবলম্বন করে ভ্রমণ শুরু করার বিষয়ে চিন্তা ভাবনা করছে।
 
কোভিড জনিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে ডাক্তার হর্ষবর্ধন বলেন, ভারতে বিশ্বে বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। ভারত কেবল তার দেশের ৮.৫ মিলিয়ন মানুষকে টিকাকরণ করেনি, অন্যান্য দেশেও ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে।
 
তিনি বলেন ভারত সর্বদাই পর্যটকদের আকর্ষণের স্থান। চিকিৎসা পর্যটনের ক্ষেত্রেও ভারত এগিয়ে রয়েছে।  সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা দেশকে বিশ্বের দরবারে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। ভারতের চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকেল কর্মীর দক্ষতা সারাবিশ্বেই সুবিদিত। তাই এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ফার্মেসি অফ দা ওয়ার্ল্ড বলা হয়। ওষুধ উৎপাদন শিল্পেও ভারতের অগ্রগণ্য ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মেডিকেল ভিসা এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু চালু হলে ইই-টুরিস্ট ভিসা দেওয়ার কাজ সরকার শুরু করবে বলে তিনি জানান।
 
***
 
 
 
CG/ SB


(Release ID: 1699211) Visitor Counter : 166