অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

বিমান চলাচল পুনরায় চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যক দেশীয় যাত্রী যাতায়াত করেছে

Posted On: 13 FEB 2021 1:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত  শ্রী হরদীপ সিং  পুরী জানিয়েছেন যে, চলতি বছরের  ১২ ফেব্রুয়ারি ২,৩৪৯টি বিমানে দেশীয় যাত্রীর যাতায়াতের সংখ্যা বেড়ে ২,৯৭,১০২ হয়েছে।  তিনি বলেন, গত বছর ২৫ শে মে অভ্যন্তরীণ বিমান চলাচল  পুনরায় চালু হওয়ার পরে যা সর্বোচ্চ।শ্রী পুরী আরও জানান যে,বিমান ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের  সুরক্ষা, দক্ষতা এবং সময় সাশ্রয়ের ওপর বিশেষ জোর দেওয়াই প্রাক কোভিড স্তরে যাত্রীর সংখ্যা  বৃদ্ধি পেয়েছে। 
 
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি  পর্যন্ত মোট উড়ানের সংখ্যা ৪৬৯৭  পৌঁছেছে। এ পর্যন্ত  মোট ৫,৯৩,৮১৯ জন  যাত্রী বিমানবন্দরে এসেছেন।
 
 কোভিড -১৯ মহামারীর কারণে গত বছর ২৪ মার্চ মধ্যরাত (রাত 11:59) থেকে দেশীয় বিমান  পরিষেবা  স্থগিত রাখা  হয়।  দু'মাস বন্ধ থাকার পর ২৫ মে থেকে এই পরিষেবা পুনরায় শুরু হয়।
 
***
 
 
 
 
CG/SS 


(Release ID: 1697835) Visitor Counter : 168