প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে টেলিফোনে বার্তালাপ

प्रविष्टि तिथि: 10 FEB 2021 11:07PM by PIB Kolkata
নয়াদিল্লী,  ১০ ফেব্রুয়ারি, ২০২১
 
                প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে আজ টেলিফোনে কথা হয়েছে।
 
      কানাডায় প্রয়োজনীয় কোভিড-১৯ টিকা ভারত থেকে পাঠানোর বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ট্রুডো। শ্রী মোদী কানাডার প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, অন্যান্য দেশে যেভাবে টিকা পাঠনো হয়েছে সেইমতো কানাডাতেও টিকা পাঠানোর বিষয়ে যথাযথ প্রয়াস চালাবে ভারত।
 
      প্রধানমন্ত্রী শ্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রুডো জানান, যদি বিশ্ব কোভিড-১৯ জয় করতে সক্ষম হয় তবে তা ভারতের উল্লেখযোগ্য ওষুধের ক্ষমতা  এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ক্ষমতা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নেওয়ার কারণে। প্রধানমন্ত্রী ট্রুডোর এই অনুভূতিশীলতার জন্য শ্রী মোদী ধন্যবাদ জানান।
 
      উভয় নেতাই বহু গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয়ে ভারত ও কানাডার মধ্যে সম দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তন ও মহামারীর জেরে অর্থনৈতিক প্রভাবের মতো বিশ্বের নানান সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা বজায় রেখে চলবে বলে তাঁরা সহমত পোষন করেছেন।
 
      দুই দেশের প্রধানমন্ত্রী এই বছরের শেষের দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে একে অপরের সঙ্গে সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 
***
 
 
 
 
CG/SS/NS

(रिलीज़ आईडी: 1697112) आगंतुक पटल : 372
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam