স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সুস্থতার হার ৯৭ %; গত ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ১১৮৫৮

Posted On: 01 FEB 2021 12:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি, ২০২১

          করোনায় সুস্থতার সংখ্যা লাগাতার বাড়তে থাকায় ভারতে আরোগ্য লাভের হার বেড়ে ৯৭ শতাংশ। এই হার বিশ্বে সর্বাধিক। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ আরও কমে ১ লক্ষ ৬৮ হাজার ২৩৫। দেশে মোট আক্রান্তের কেবল ১.৫৬ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।

     এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ৩৪ হাজার ৯৩৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৫৮ জন। এরফলে সুস্থতার সংখ্যা ও আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক আরও বেড়ে হয়েছে ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৭৪৮।

     ভারতে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। গত বছরের ১১ই সেপ্টেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক ৯৬ হাজার ৫৫১। গত পয়লা ফেব্রুয়ারি দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ১১ হাজার ৪২৭।

     দেশে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে মৃত্যুর সংখ্যা হয়েছে ১১৮।

     দেশে আজ সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ অভিযানের আওতায় টিকা গ্রহীতা সুফলভোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। গত ২৪ ঘন্টায় ২৫৩টি টিকাকরণ পর্বে ১৪ হাজার ৫০৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকা গ্রহীতা সুফলভোগীর সংখ্যা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৭২৭

অন্ধ্রপ্রদেশ

১৮৭২৫২

অরুণাচলপ্রদেশ

৯৬৫১

আসাম

৩৮১০৬

বিহার

১৪৮২৯৩

চন্ডীগড়

৩৪৪৭

ছত্তিশগড়

৭২৭০৪

দাদরা ও নগর হাভেলী

৬৯২

দমন ও দিউ

৩৯১

১০

দিল্লী

৫৬৮১৮

১১

গোয়া

৪১১৭

১২

গুজরাট

২৪৭৮৯১

১৩

হরিয়ানা

১২৫৯৭৭

১৪

হিমাচলপ্রদেশ

২৭৭৩৪

১৫

জম্মু ও কাশ্মীর

২৬৬৩৪

১৬

ঝাড়খন্ড

৪০৮৬০

১৭

কর্ণাটক

৩১৫৩৭০

১৮

কেরালা

১৬৫১৭১

১৯

লাদাখ

১১২৮

২০

লাক্ষ্মাদ্বীপ

৮০৭

২১

মধ্যপ্রদেশ

২৯৮৩৭৬

২২

মহারাষ্ট্র

২৬৯০৬৪

২৩

মণিপুর

৩৯৮৭

২৪

মেঘালয়

৪৩২৪

২৫

মিজোরাম

৯৩৪৬

২৬

নাগাল্যান্ড

৩৯৯৩

২৭

ওড়িশা

২০৬৪২৪

২৮

পন্ডিচেরী

২৭৩৬

২৯

পাঞ্জাব

৫৭৪৯৯

৩০

রাজস্থান

৩৩০৭৯৭

৩১

সিকিম

২০২০

৩২

তামিলনাড়ু

১০৫৮২১

৩৩

তেলেঙ্গানা

১৬৮৬০৬

৩৪

ত্রিপুরা

২৯৭৯৬

৩৫

উত্তরপ্রদেশ

৪৬৩৭৯৩

৩৬

উত্তরাখন্ড

৩১২২৮

৩৭

পশ্চিমবঙ্গ

২৪৩১৪৩

 

অন্যান

 

৫২১২০

 

মোট

৩৭,৫৮,৮৪৩

 

 

     দেশে করোনায় আক্রান্তে ৮৬.৪৭ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরালায় একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৩০ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭০। অন্যদিকে তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন।

     দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪২৭। এরমধ্যে ৮০.৪৮ শতাংশই আক্রান্ত হয়েছেন ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। কেরালাতে একদিনেই আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৬৬। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৫ জন। অন্যদিকে কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৫২২ জন। দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যার দিক থেকে ৬৬.৭১ শতাংশই কেরালা ও মহারাষ্ট্রের।

     দেশে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে মোট মৃত্যুর ৭৬.২৭ শতাংশই ঘটেছে ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সর্বাধিক ৪০ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। কেরালায় মারা গেছেন ২১ জন এবং পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৯ জনের।

***

 

CG/BD/NS


(Release ID: 1693991) Visitor Counter : 170