রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি ভার্চুয়াল মাধ্যমে ১১তম জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 25 JAN 2021 12:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২১
 
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভার্চুয়াল মাধ্যমে আজ ১১-তম জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনের অনলাইন ডিজিটাল রেডিও পরিষেবা 'হ্যালো ভোটারস'- এর আনুষ্ঠানিক সূচনা করেন।
 
জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, ভোটের অধিকারকে আমরা সব সময় মর্যাদা দেবো। ভোট দেওয়ার অধিকার কেবল একটি সাধারন অধিকার নয়, সারা বিশ্বজুড়ে মানুষ এর জন্য সংগ্রাম করেছেন। আমাদের দেশে সংবিধান প্রণয়নের পর থেকেই ধর্ম-বর্ণ- জাতি- সম্প্রদায় নির্বিশেষে সকলকে ভোটের সমান অধিকার দেওয়া হয়েছে। এজন্য আমরা আমাদের সংবিধান প্রণেতাদের কাছে ঋণী। 
 
রাষ্ট্রপতি বলেন, ভারতের সংবিধানের মূল স্থপতি বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর অনুধাবন করেছিলেন যে ভোটাধিকার প্রয়োগ সর্বোচ্চ অধিকার। তাই আমাদের সকলের বিশেষত, যুবকদের দায়িত্ব যারা প্রথমবার ভোট দেওয়ার অধিকার পেয়েছেন আন্তরিকভাবে তা প্রয়োগ করা এবং অন্যকেও তা করার জন্য উদ্বুদ্ধ করা।
 
কোভিড জনিত অতি মারি পরিস্থিতিতেও বিহার, জম্মু কাশ্মীর এবং লাদাখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করায় রাষ্ট্রপতি ইলেকশন কমিশনের প্রশংসা করেন। তিনি বলেন, এটি আমাদের গণতন্ত্রের অসাধারণ কৃতিত্ব। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ এবং নিরাপদ ভাবে নির্বাচন পরিচালনার জন্য বেশ কয়েকটি উদ্ভাবনী মূলক ও সময়চিত পদক্ষেপ নেওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
 
 ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস সারাদেশ জুড়ে ২০১১ সাল থেকে উদযাপিত হয়ে আসছে। ভারতের নির্বাচন কমিশনের সূচনা হয়েছিল ১৯৫০ সালের আজকের দিনে। জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো, ভোটারদের উৎসাহ দেওয়া, ভোটার তালিকায় নাম তোলা সহজতর করা এবং ১৮ বছর বয়স থেকে সকলে যাতে ভোটার তালিকার নাম তুলতে পারে তা সুনিশ্চিত করা। দেশের ভোটারদের জন্য উৎসর্গকৃত এই দিনটি ভোটারদের সচেতনতা এবং ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য উদযাপন করা হয়।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1692208) Visitor Counter : 283