স্বরাষ্ট্র মন্ত্রক
মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-এর শ্রদ্ধার্ঘ্য
Posted On:
23 JAN 2021 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আজ মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন এবং এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সুভাষ চন্দ্র বসু একজন মেধাবী ছাত্র, দক্ষ প্রশাসক, সংগঠক। তাঁর অদম্য লড়াকু মনোভাব এবং সাহস ও বীরত্ব ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নতুন শক্তি জুগিয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশে যুব শক্তিকে তিনি সংগঠিত করেছেন। স্বাধীনতা আন্দোলনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তিনি কলকাতা থেকে জার্মানী ৭ হাজার কিলোমিটারেরও বেশি সড়ক এবং প্রায় ২৭ হাজার কিলোমিটার পথ ডুবোজাহাজে যাত্রা করেছিলেন। এর মাধ্যমে সুভাষ চন্দ্র বসু'র অদম্য সাহসের রূপটি প্রতিফলিত হয়।
শ্রী শাহ আরও জানান দেশবাসী সর্বদা নেতাজীর বীরত্ব ও অদম্য সংগ্রামের প্রতি ঋণী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতাজীর জন্ম দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান। তিনি আরও বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকী দেশজুড়ে উৎসাহ, উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। দেশের প্রতি নেতাজীর অবদান সম্পর্কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, এই অনুপ্রেরণা লক্ষ লক্ষ শিশুকে দেশের উন্নয়নযজ্ঞে সামিল হতে সাহায্য করবে এবং আগামীদিনে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে।
***
CG/SS/NS
(Release ID: 1691643)
Visitor Counter : 138