প্রধানমন্ত্রীরদপ্তর

গুরু গোবিন্দ সিং জিকে তাঁর প্রকাশ পর্বে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

प्रविष्टि तिथि: 20 JAN 2021 9:19AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০শে জানুয়ারী, ২০২১

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুরু গোবিন্দ সিং জিকে তাঁর প্রকাশ পর্বের পূন্য লগ্নে প্রণাম জানিয়েছেন।

এক গুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গুরু গোবিন্দ সিং জিকে তাঁর প্রকাশ পর্বের পূন্য লগ্নে প্রণাম জানাই। ন্যায় ও সমন্বিত সমাজ গড়ে তোলার জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। নিজের নীতির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তাঁর সাহস ও আত্মত্যাগকে আমরা স্মরণ করি।

গুরু সাহেবের আমার প্রতি বিশেষ কৃপা রয়েছে। আমাদের সরকারের সময়েই শ্রী গুরু গোবিন্দ সিং জির ৩৫০তম প্রকাশ পর্ব  উদযাপিত হচ্ছে। এই প্রসঙ্গে আমার পাটনায় বিশাল অনুষ্ঠান উদযাপনের কথা মনে পড়ছে, যেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং আমি তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলাম।“

***

 

 

CG/CB


(रिलीज़ आईडी: 1690278) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam