অর্থমন্ত্রক

জিএসটি আদায়ের ঘাটতি পূরণে রাজ্যগুলিকে দ্বাদশ কিস্তির ৬হাজার কোটি টাকার ঋণের অর্থ প্রদান

Posted On: 18 JAN 2021 5:39PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৮ই জানুয়ারী, ২০২১
 

জিএসটি আদায়ের ঘাটতি পূরণে অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দপ্তর আজ রাজ্যগুলিকে দ্বাদশ সাপ্তাহিক কিস্তি বাবদ ৬হাজার কোটি টাকার ঋণের অর্থ দিয়েছে । এর মধ্যে তেইশটি রাজ্য পেয়েছে ৫৫১৬ কোটি ৬০ লক্ষ টাকা । দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরি ౼ বিধানসভা আছে এমন তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য ৪৮৩ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ বাবদ অর্থ দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম౼ এই পাঁচটি রাজ্যে জিএসটি আদায়ের কোন ঘাটতি নেই।

জিএসটি আদায়ের ঘাটতি বাবদ যে ক্ষতিপূরণ রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়ার কথা তার মধ্যে ৬৫ শতাংশ অর্থ এ পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যগুলিকে ৬৫,৫৮২ কোটি ৯৬ লক্ষ টাকা এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে ৬৪১৭কোটি ৪লক্ষটাকা দেওয়া হয়েছে।

জিএসটির রাজস্ব আদায়ের ঘাটতি ১লক্ষ১০ হাজার কোটি টাকা মেটাতে কেন্দ্র ২০২০-র অক্টোবর মাসে ঋণ নেবার একটি বিশেষ ব্যবস্থা করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষে কেন্দ্র এই অর্থ ঋণ হিসেবে নেওয়ার ব্যবস্থা করেছে। ২৩শে অক্টোবর থেকে এ পর্যন্ত ১২টি কিস্তিতে ঋণ দেওয়া হয়েছে।

এই সপ্তাহে কেন্দ্র ৪.৪৩১৫ শতাংশ সুদের হারে ঋণ নিয়েছে। এ পর্যন্ত কেন্দ্র মোট ৭২হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। এই ঋণ বাবদ গড় হিসেবে ৪.৭০২৪ শতাংশ সুদে ঋণ নেওয়া হয়েছে। এই বাবদ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম যথাক্রমে ১৯৪০.৮৩ কোটি, ১৬৫ কোটি ও ৭২৪.৯৬ কোটি টাকা পাবে।

জিএসটি ঘাটতি মেটাতে বিশেষ ঋণ ব্যবস্থা ছাড়াও কেন্দ্র রাজ্য গুলিকে মোট রাজ্যভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে আরো ০.৫% অর্থ ঋণ হিসেবে নেওয়ার অনুমতি দিয়েছে। এর আওতায় ২৮টি রাজ্য মোট ১,০৬,৮৩০ কোটি টাকা ঋণ হিসেবে নিতে পারবে। এর ফলে পশ্চিমবঙ্গ , ত্রিপুরা ও আসাম যথাক্রমে ৬৭৮৭ কোটি, ২৯৭ কোটি ও ১৮৬৯ কোটি টাকা ঋণ নিতে পারবে।

***

 

 

CG/CB


(Release ID: 1689859) Visitor Counter : 240