স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের ঐতিহাসিক সূচনার জন্য সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন

Posted On: 16 JAN 2021 2:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের ঐতিহাসিক সূচনার জন্য দেশের সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

 

একাধিক ট্যুইট বার্তায় শ্রী অমিত শাহ্ বলেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বিশ্বের বৃহত্তম টিকা অভিযান শুরু হওয়ার জন্য ভারতীয় বিজ্ঞানীদের অপার সম্ভাবনা ও দেশের নেতৃত্ব দেওয়ার শক্তিকেই তুলে ধরে।”

 

শ্রী শাহ্ আরও জানান, “মানবতার বৃহত্তম সঙ্কট নিরসনের পথে যে কয়েকটি দেশ সফল হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ভারত। প্রত্যেক ভারতীয়ই এই অসাধারণ কৃতিত্ব জন্য গর্বিত।” 

 

তিনি আরও বলেন, এই পদক্ষেপ বিশ্ব মানচিত্রে একটি আত্মনির্ভর ভারতের চিত্রকেই তুলে ধরেছে। 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোদীজির নেতৃত্বে ‘নতুন ভারত’ এমন এক ভারত গঠিত হয়েছে, যা যে কোনো সঙ্কটকে সুযোগে রূপান্তর করে নিতে পারে। এই ঐতিহাসিক দিনে সকল করোনা যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শ্রী শাহ্ বলেন, মেক ইন ইন্ডিয়া টিকা আত্মনির্ভর ভারতের দৃঢ়তারই প্রমাণ স্বরূপ হয়ে উঠেছে। 

 

***

 

 

CG/SS/SKD


(Release ID: 1689100)