দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক

তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই ৩.০) আগামীকাল থেকে শুরু হচ্ছে

Posted On: 14 JAN 2021 10:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২১

তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই ৩.০) আগামীকাল থেকে দেশের ৬০০টি জেলায় শুরু হচ্ছে। দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের উদ্যোগে এই পর্বে অত্যাধুনিক প্রযুক্তি ও কোভিড সংক্রান্ত দক্ষতাকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

দক্ষ ভারত মিশন পিএমকেভিওয়াই ৩.০ – ২০২০-২১ সময়কালে ৮ লক্ষ প্রার্থীকে প্রশিক্ষিত করবে। এর জন্য ব্যয় ধার্য হয়েছে ৯৪৮ কোটি ৯০ লক্ষ টাকা। ৭২৯টি প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, তালিকাভুক্ত নয় এমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র এবং ২০০টিরও বেশি আইটিআই-তে এই প্রশিক্ষণ পর্ব চলবে। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে পিএমকেভিওয়াই ১.০ ও পিএমকেভিওয়াই ২.০-এর থেকে প্রাপ্ত অভিজ্ঞতার নিরীখে তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার পরিকল্পনা করা হয়েছে। 

ভারতকে বিশ্বের ‘দক্ষতার রাজধানী’তে পরিণত করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ১৫ই জুলাই “দক্ষ ভারত মিশন” কর্মসূচীর সূচনা করেছিলেন। দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের মন্ত্রী ডঃ মহেন্দ্র নাথ পান্ডে ও প্রতিমন্ত্রী শ্রী রাজ কুমার সিং আগামীকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজ্যগুলির দক্ষতা বিষয়ক দপ্তরের মন্ত্রী এবং সাংসদরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

মন্ত্রকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে এই অনুষ্ঠানটি দেখা যাবে। 

 

পিএমকেভিওয়াই ফেসবুক : www.facebook.com/PMKVYOfficial

স্কিল ইন্ডিয়া ফেসবুক : www.facebook.com/SkillIndiaOfficial

স্কিল ইন্ডিয়া ট্যুইটার : www.twitter.com/@MSDESkillindia

স্কিল ইন্ডিয়া ইউটিউব : https://www.youtube.com/channel/UCzNfVNX5yLEUhIRNZJKniHg

***

 

CG/CB/SB


(Release ID: 1688733) Visitor Counter : 321