তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫১-তম চলচ্চিত্র উৎসবের প্রতিনিধিদের জন্য প্রিমিয়ার ও শোকেসগুলির মেগা লাইন আপ
प्रविष्टि तिथि:
14 JAN 2021 3:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জানুয়ারি, ২০২১
ভারতের ৫১- তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মেগা লাইনআপ ঘোষণা করা হয়েছে। উৎসবে আগত প্রতিনিধিদের বিশ্বজুড়ে নির্বাচিত চলচ্চিত্রগুলির প্রিমিয়ার ও শোকেসগুলিতে উপস্থিত থাকবেন।
কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী মেডস মিক্কেলসেন অভিনীত 'অ্যানাদার রাউন্ড' ছবিটি দিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। থমাস ভিনটেরবার্গ পরিচালিত এই ছবিটি ডেনমার্ক থেকে অস্কারের জন্য নথিভূক্ত হয়েছে।
ওয়ার্ল্ড প্রিমিয়ারে সন্দীপ কুমার পরিচালিত 'মেহেরুন্নিসা' ছবিটি প্রদর্শিত হবে। এই ছবিতে ফারুক জাফফার অভিনয় করেছেন। ছবিতে এক মহিলার আজীবন স্বপ্নের কাহিনী বর্ণনা করা হয়েছে।
কিউসি কুরোসাওয়া পরিচালিত জাপানি ছবি ওয়াইফ অফ এ স্পাই প্রদর্শিত হবে।
চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি ইন ফোকাস” হিসেবে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি বিশেষ বিভাগে এই দেশের চলচ্চিত্র ও তার অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েকটি ছবি প্রদর্শিত হবে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1688691)
आगंतुक पटल : 226